প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৬ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৯ পিএম
গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও থেকে নেওয়া ছবি
জাতীয় সম্পদ রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনীকে আরও স্মার্ট ও আধুনিক করতে সরকার কাজ করছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপির সমাবেশে তিনি এ কথা বলেন।
জাতীয় যেকোনো প্রয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহত করে জাতীয় সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা।
তিনি আরও বলেন, সরকার গ্রাম উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে। এ কাজে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহযোগিতা করছে। এ বাহিনীতে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করে দেওয়া হবে। এই বাহিনী স্মার্ট ও আধুনিক হয়ে গড়ে উঠবে। সরকার সেই লক্ষ্যে কাজ করছে।
শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার মতো সক্ষমতা আছে বাংলাদেশের। যেকোনো অশুভ তৎপরতা মোকাবিলায় সতর্ক থাকতে হবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।