× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ প্রশাসন

ঝুলে আছে ৭৫ সুপার নিউমারারি পদোন্নতি

ফসিহ উদ্দীন মাহতাব ও আলাউদ্দিন আরিফ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ০৯:০৩ এএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১০:৩৮ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

পুলিশের উচ্চপর্যায়ে পদোন্নতি পেতে চলছে নানামুখী তদবির। পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তারা ধরনা দিচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদস্থ কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বিভিন্ন দপ্তরে। আগামী ২৭ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ শুরুর আগেই সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভা অনুষ্ঠিত হবে। সেখানে চূড়ান্ত হবে ১০ অতিরিক্ত আইজি ও ৬৬ ডিআিইজি পদে সুপার নিউমারারি পদোন্নতির তালিকা। এছাড়া পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়মিত শূন্যপদে পদোন্নতি হবে পুলিশ সপ্তাহের আগেই। তাই পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন।

প্রায় তিন মাস ধরে পুলিশের উচ্চপর্যায়ে ৭৫ সুপার নিউমারারি পদোন্নতি ঝুলে আছে। গত ২৫ অক্টোবর ৭৫টি পদসহ মোট ৩৬৫ সুপার নিউমারারি পদোন্নতির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে বেতনক্রম নির্ধারণ করে আদেশ জারি হয়। পরদিন প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় সুপার নিউমারারি ৩৬৫ পদে চূড়ান্ত অনুমোদন হয়। অনুমোদনের পরপরই পুলিশ ‍সুপার পদে ১৫০ ও অতিরিক্ত ডিআইজি পদে ১৪০ জনের সুপার নিউমারারি পদোন্নতি দেওয়া হয়েছে।

গত ১ নভেম্বর পুলিশের পদোন্নতি-সংক্রান্ত (ডিপিসি) কমিটির সভায় অতিরিক্ত আইজি ও ডিআইজি পদে পদোন্নতির বিষয়ে সভা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভায় পদোন্নতি চূড়ান্ত হওয়ার কথা ছিল। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হওয়ায় পরবর্তীতে এসএসবির সভা অনুষ্ঠিত হয়নি।

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যথাসময়ে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে। তদবির লবিং কোনো বিষয় নয়, যোগ্য যারা তারাই পদোন্নতি পাবেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজ চালিয়ে যাচ্ছেন।’

সংশ্লিষ্টরা বলছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ সরকার গঠন করেছে। পূর্ববর্তী কর্মকর্তারাই প্রায় সকল পদে অধিষ্ঠিত আছেন। শিগগির এসএসবির সভা অনুষ্ঠিত হবে এবং সুপার নিউমারারি পদোন্নতি চূড়ান্ত হবে। ইতোমধ্যে পদোন্নতি প্রত্যাশী পুলিশ কর্মকর্তারা ছাত্রজীবনে রাজনৈতিক পরিচয়সহ কর্মজীবনের সাফল্যের কথা ঊর্ধ্বতনদের কাছে তুলে ধরছেন। পদোন্নতি নিশ্চিত করতে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়কেও কাজে লাগাচ্ছেন অনেকে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশ পুলিশে অতিরিক্ত আইজি পদে মঞ্জুরীকৃত পদ ২২টি। এর মধ্যে গ্রেড-১ পদ আছে ২টি। গ্রেড-২ রয়েছে ২০টি। সুপার নিউমারারি ১০টি পদ যোগ হওয়ার পর অতিরিক্ত আইজিপি পদ হয়েছে ৩২টি। যার মধ্যে টিআর (ট্রেইনি রিজার্ভ) পদ আছে ১টি।

বর্তমানে গ্রেড-৩ ডিআইজির মঞ্জুরীকৃত পদ রয়েছে ৮৫টি। এর মধ্যে টিআর পদ ৫টি। নতুন করে ৬৫টি সুপার নিউমারারি পদ যুক্ত হওয়ায় ডিআইজির সংখ্যা হয়েছে ১৫০টি। বর্তমানে গ্রেড-৪-এ থাকা অতিরিক্ত ডিআইজির মঞ্জুরীকৃত পদের সংখ্যা ২০০। এর মধ্যে ৫টি টিআর। ১৪০টি সুপার নিউমারারি পদ যুক্ত হওয়ার পর গ্রেড-৪-এ অতিরিক্ত ডিআইজি পদ হয়েছে ৩৪০টি। বর্তমানে বাংলাদেশ পুলিশে ক্যাডার কর্মকর্তা ৩ হাজার ১২৪ জন। পুলিশ সুপারের নিচে ষষ্ঠ গ্রেডে মঞ্জুরীকৃত অতিরিক্ত পুলিশ সুপার আছে ১ হাজার ১ জন। এর মধ্যে টিআর পদ ৫৯। এছাড়া এএসপি পদে ১১৪টি টিআর পদসহ মোট পদ ১ হাজার ২২২।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার এসপি মো. আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রস্তাব ছিল পুলিশে ৫২৯টি সুপার নিউমারারি পদ তৈরির। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে ৩৬৫টিতে। অর্থ মন্ত্রণালয়ও সম্মতি দিয়েছে ৩৬৫টিতে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের পদোন্নতি জটিলতার অনেকটাই লাঘব হয়েছে। তবে আমরা পুরোটাই চাই। প্রয়োজনীয়তা থেকেই প্রস্তাবটি দেওয়া হয়। আমরা চাই অপর পদগুলোতেও সম্মতি জ্ঞাপন করা হোক।’ তিনি আরও বলেন, ‘পুলিশে পদোন্নতিযোগ্য অনেক কর্মকর্তা রয়েছেন। যাদের যোগ্যতা আছে, চাকরির বয়সও শেষ হয়ে যাচ্ছে, পদ না থাকায় পদোন্নতি দেওয়া যাচ্ছে না। সব জটিলতা নিরসন করে তাদেরও পদোন্নতি দেওয়া হোক। এছাড়া এসপি থেকে অধস্তনদের পদজটিলতায় পদোন্নতি হচ্ছে না। তাদের বিষয়টিও সমাধান হওয়া জরুরি। বিশেষ করে বিসিএস ৩০তম, ৩৫তম ও ৩৬তম ব্যাচের পদোন্নতির সমস্যা সমাধান হওয়া জরুরি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা