× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর চিকিৎসক পদে দ্বিতীয়বার নিয়োগ পাওয়া গৌরবের : ডা. আব্দুল্লাহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ২১:৩৫ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ২১:৫৭ পিএম

ডা. এবিএম আব্দুল্লাহ। প্রবা ফটো

ডা. এবিএম আব্দুল্লাহ। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক পদে আবারও নিয়োগ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের সাবেক ডিন ডা. এবিএম আব্দুল্লাহকে। এ নিয়োগকে তিনি নিজের জন্য গৌরবের বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডা. আব্দুল্লাহ বলেন, ‘দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এটি আমার জন্য গৌরবের।’

তিনি বলেন, ‘আমি প্রথমে মহান আল্লাহ তা’য়ালার কাছে শুকরিয়া আদায় করছি। তার রহমত ছাড়া এটি সম্ভব হতো না। পাশাপাশি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমাকে পুনরায় কাজ করার সুযোগ দিয়েছেন।’

ডা. এবিএম আব্দুল্লাহ আরও বলেন, ‘এটি বড় অহংকারের বিষয়। কেননা আমার মতো নগন্য ব্যক্তি দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধুকন্যার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে চলছেন। আমি তার সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করছি।’

তিনি বলেন, ‘দেশবাসীর কাছে দোয়া চাই আমি যেন দ্বিতীয়বারের মতো এই দায়িত্বটি যথাযথভাবে পালন করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্থ্যতা কামনা করছি।’

এর আগে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর (পারিতোষিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৭৫ এর ধারা ১৩ অনুযায়ী ডা. এবিএম আব্দুল্লাহকে দ্বিতীয়বারের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়, অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

ডা. এবিএম আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক হিসেবেও দায়িত্বে ছিলেন। এর আগে তিনি বিএসএমএমইউর মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মেডিসিন অনুষদের ৩ বার ডিন নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা