× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই : আইনমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৮:২৪ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১৮:৩৮ পিএম

কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই : আইনমন্ত্রী

গেল জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সংকট সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সেরকম কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।

সোমবার (২২ জানুয়ারি) বিকালে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আমি কূটনৈতিক সংকট বলব না। আমার মনে হয় আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, আমি সেটাই বলব যে একটা কূটনৈতিক সংকট হতে পারে কিন্তু নির্বাচনের পর আপনারাও দেখেছেন সেই রকম কূটনৈতিক সমস্যার কোনো সম্ভাবনাই নেই।’

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে যেসব উন্নয়ন অংশীদারত্ব রয়েছে, সেসব উন্নয়ন অংশীজনদের সঙ্গে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ সব সময় প্রয়োজন হয়।’

‘আইনের যেসব অবকাঠামো অনেক দিন আগে থেকেই প্রায় এক, যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা আছে কি না এবং বাংলাদেশের আইনের যেসব পরিবর্তন করা হয়েছে, সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না, এসব নিয়ে সব সময়ই আলাপ করা হয়ে থাকে, আজকেও আলাপ করেছি,’ যোগ করেন তিনি।

আনিসুল হক বলেন, ‘আজকে বিশেষ একটি বিষয়ে আলাপ করেছি। সেটা হলো, ভারতে ভোপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের ১ হাজার ২০৬ জুডিসিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। আমরা দেশে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি করতে যাচ্ছি। সেখানে ভারতের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। এসব বিষয় নিয়েই আলাপ আলোচনা করেছি। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।’

নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না আজকে সে বিষযে কোনো আলোচনা হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা