× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতে স্কুল বন্ধ নিয়ে মাউশির দফায় দফায় নির্দেশনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ০০:৪৭ এএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১০:৪৯ এএম

শীতে স্কুল বন্ধ নিয়ে মাউশির দফায় দফায় নির্দেশনা

তীব্র শীতের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে এক দিনে তিন দফায় নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রথম দফায় সর্বোচ্চ ১৭ ডিগ্রির কম তাপমাত্রায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে বলে জানানো হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে সংশোধনী পাঠিয়ে বলা হয়, ১৭ নয় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখা হবে। বিষয়টি নিয়ে অভিভাবক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। কারণ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার রেকর্ড নেই। এ অবস্থায় তৃতীয় দফা নির্দেশনা দিয়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কথাটি বাদ দেয় মাউশি।

স্কুলের কোমলমতি শিশুদের নিয়ে মাউশির দফায় দফায় নির্দেশনা পরিবর্তন ঘিরে গতকাল দিনভর অভিভাবকদের মধ্যে ছিল সমালোচনা। ক্ষোভ প্রকাশ করে তারা বলছেন, দেশে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার নজির নেই। কোমলমতি শিশুদের বিষয়ে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে মাউশির আরও সতর্কতা জরুরি। তালগোল পাকানো সিদ্ধান্ত জানিয়ে মাউশির কর্মকর্তরা নিজেদের যোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছে। 

মাউশি থেকে গতকাল দুপুরে প্রথম নির্দেশনা আসে । প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এসএম জিয়াউল হায়দার হেনরী সই করা এ-সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী) নেমে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা যাবে। বন্ধ ঘোষণার আগে মাউশির আঞ্চলিক উপপরিচালক সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

এর কয়েক ঘণ্টা পর এ দিন সন্ধ্যায় স্কুল বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত জানায় মাউশি। প্রায় একই সময়ে অনুরূপ সিদ্ধান্তের কথা জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প রাথমিকের আদেশে বলা হয়, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেমে যাবে, সেসব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বিবেচনায় সিদ্ধান্ত নিয়ে সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া যাবে। 

দ্বিতীয় দফার আদেশে মাউশি বলে, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে সেসব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করতে পারবেন। ৩১ জানুয়ারি পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে। 

মাউশির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক অভিভাবক। তাদের একজন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের দেশে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নামার নজির নেই। অথচ মাউশি বলছে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ করা যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রিতে পৌঁছলে সর্বনিন্ম তাপমাত্রা তো শূন্য ডিগ্রির নিচে নেমে যাবে। আমার মনে হয়, মাউশি তালগোল পাকিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।’ 

নাম প্রকাশ না করার শর্তে আরেক অভিভাবক বলেন, ‘মাউশি সম্ভবত সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার বিষয়টি গুলিয়ে ফেলেছে, সে কারণেই এ বিপত্তি।’

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, দেশে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে কখনও রেকর্ড করা হয়েছে বলে তার জানা নেই। এখানে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তখন সর্বনিম্ন তাপমাত্রা মাইনাসেও চলে যেতে পারে। সে রকম পরিস্থিতি আমাদের এখানে হয়নি।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ বিষয়ে বলেন, ‘প্রাথমিকের সঙ্গে সমন্বয় করে নির্দেশনাটি দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে, শৈত্যপ্রবাহের মাত্রা বুঝে বিভিন্ন জেলা ডিভিশনাল ডিরেক্টররা আলোচনা করে ব্যবস্থা নেবেন। মূলত সেই এলাকার শৈত্যপ্রবাহের ও শিক্ষার্থীদের অবস্থা বিবেচনায় নিয়ে নির্দেশনা দেবেন। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’ 

গণমাধ্যমে মন্ত্রীর বক্তব্যের পর আরেক দফা সংশোধনী পাঠায় মাউশি। দ্বিতীয় দফায় সংশোধনীতে বলা হচ্ছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এই শৈত্য প্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেমে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হবে। মাউশির আঞ্চলিক উপপরিচালকেরা ওই সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বন্ধের এই নির্দেশ দেবেন। দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে না ওঠা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রথমত তারা বলেছে, দেশে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এটা ঠিক নয়। দেশের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তারা এসব বিজ্ঞপ্তি দেওয়ার আগে আমাদের সঙ্গে একটু কথা বলতে পারতেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা