× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীনের প্রয়াণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ২৩:৩৩ পিএম

শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন।

শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন।

শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন আর নেই। রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকায় নিজের বাসায় তার মৃত্যু হয়।

তার ছেলে পল্লব ইয়াসিন জানিয়েছেন, সকালে খাওয়ার পর তার বাবা নিজের রুমে যান। দুপুর ১টার দিকে তাকে ডাকতে গিয়ে সাড়া পাননি। তাকে তখন রুমে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

খালেক বিন জয়েনউদদীনের মরহেদ আজ সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমিতে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে বাংলা একাডেমি শোকবার্তা পাঠিয়েছে। বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশের ছড়াসাহিত্য, শিশুতোষ জীবনী, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে রচনা মিলে সামগ্রিকভাবে বাংলা শিশুসাহিত্যে তার অবদান অবিস্মরণীয়।’

খালেক বিন জয়েনউদদীনের রচিত বইয়ের মধ্যে আছে ‘ধানসুপারি পানসুপারি’, ‘আতাগাছে তোতাপাখি’, ‘আপিল চাপিল ঘণ্টিমালা’, ‘জলকন্যে ঘাঘোর নদী’, ‘বকুলবনে জোছনাপরি’, ‘মউঝুরঝুর পুবাল হাওয়া’, ‘রোকনুজ্জামান খান দাদাভাই’, ‘একাত্তরের অশোক’, ‘নলিনীকান্ত ভট্টশালী’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’, ‘বাংলাদেশের গণহত্যা’, ‘হস্তাক্ষরে শামসুর রাহমানের ছড়া-কবিতা’, ‘পালকি চলে গগনতলে’ প্রভৃতি।

খালেক বিন জয়েনউদদীনের জন্ম ১৯৫৪ সালের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামে। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যশোরের বারোবাজারে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হন; বন্দি ছিলেন সাত মাস। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক পুরস্কার প্রভৃতি লাভ করেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা