× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিকালে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন, থাকবেন পিটার হাসও

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৩:০২ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৩:৪২ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে দেশি-বিদেশি কূটনৈতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত থাকবেন বলে  একটি কূটনৈতিক সূত্রে জানা গেছে। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ঢাকায় বিভিন্ন দেশের মিশন, কূটনৈতিক, পেশাজীবী, নির্বাচনী পর্যবেক্ষক,  সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের ব্রিফ করবেন। 

এদিকে সোমবার (৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র জানিয়ে রাখছে যে, ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। তবে বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবর নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। অন্য পর্যবেক্ষকদের সঙ্গে যুক্তরাষ্ট্র এ বিষয়ে একমত যে, নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বিবৃতিতে আরও বলা হয়, ভোট চলাকালে এবং আগের কয়েক মাসে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, যুক্তরাষ্ট্র সেগুলোর নিন্দা জানায়। বাংলাদেশ সরকারকে আমরা এসব সহিংসতার বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সব দলকে সহিংসতা পরিহার করতেও অনুরোধ করছি।

নির্বাচনী পরিবেশ, গ্রহণযোগ্যতা ও সহিংসতা নিয়ে আপত্তি থাকলেও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। বিবৃতিতে বলা হয়, একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ যুক্তরাষ্ট্র। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। দুই দেশের জনগণের সঙ্গে এবং অর্থনৈতিক সম্পর্ক গভীর করতেও কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা