× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিবিসির সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৭:২৫ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১৯:৪১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচনোত্তর মতবিনিময় করেন। সোমবার বিকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। ছবি : ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচনোত্তর মতবিনিময় করেন। সোমবার বিকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। ছবি : ফোকাস বাংলা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসী দল বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা নির্বাচন প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হয়নি। কারণ মানুষ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে সাড়া দেয়নি। এদেশের জনগণ নিজেদের ভাতের অধিকার, ভোটের অধিকারের ব্যাপারে এখন অনেক বেশি সচেতন।

সোমবার (৮ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিবিসির এক সাংবাদিক প্রশ্ন করেন– বিএনপির অনুপস্থিতিতে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়েছে। তবে প্রায় ৬০ শতাংশ ভোটার ভোট দেয়নি। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ– সরকার দেশে গণতান্ত্রিক চর্চার পথ সীমিত করেছে। বাংলাদেশে গতিশীল গণতন্ত্র বিদ্যমান থাকবে কি না?

শেখ হাসিনা জবাবে বলেন, যেকোনো বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়া প্রত্যেকটা রাজনৈকিত দলের অধিকার। যদি কোনো দল নির্বাচনে অংশ না নেয়, তার মানে এই না সেদেশে গণতন্ত্র নেই, দেখতে হবে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেছে কি না।

বিএনপিকে উদ্দেশ করে সরকারপ্রধান পাল্টা প্রশ্ন রাখেন– ‘তারা কী করেছে? অগ্নিসংযোগ করছে, মানুষ পুড়িয়ে মারছে। কিছুদিন আগেও ট্রেনে আগুন দিয়ে মায়ের কোলের শিশুসহ চারজন মানুষকে পুড়িয়ে মেরেছে। এটা কী গণতন্ত্র?’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু, যখন কেউ সাধারণ মানুষকে হত্যা করছে… এটা কী রাজনীতি? এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এদেশের মাটিতে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। জনগণ কখনও তা মেনে নেবে না। একবার না, এদেশে মাটিতে তারা বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।’

সরকারের অবস্থান তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা জনগণের অধিকার নিশ্চিত করেছি। তারা (বিএনপি) ভোটারদের বাধা দিয়েছে যাতে তারা ভোটকেন্দ্রে যেতে না পারে, ভোট দিতে না পারে। কিন্তু জনগণ সাড়া দেয়নি। কারণ এদেশের মানুষ এখন তাদের ভাতের অধিকার, ভোটের অধিকার ব্যাপারে অনেক বেশি সচেতন। যদি এখানে গণতন্ত্রের অন্য কোনো সংজ্ঞায়ন থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা জনগণের অধিকারে বিশ্বাসী।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘তারা নির্বাচন প্রতিহত করার জন্য সর্বোচ্চ দিয়ে অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা সফল হয়নি। কতগুলো মানুষকে হত্যা করেছে…এটা শুধু এবার না। ২০১৩, ২০১৪, ২০১৫ সালে তারা একই কর্মকাণ্ড করেছিল– অগ্নিসংযোগ করে ৩ হাজারের বেশি মানুষকে দগ্ধ করেছে, ৫০০ মানুষকে হত্যা করেছে।’

সাংবাদিকের প্রতি প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন– ‘আপনি তাহলে তাদের গণতান্ত্রিক দল হিসেবে কীভাবে সংজ্ঞায়ন করবেন? তারা সন্ত্রাসী দল। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা