× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

নয় আসনের ২১ কেন্দ্রে ভোট স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২১:২৮ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ২১:৩৯ পিএম

নয় আসনের ২১ কেন্দ্রে ভোট স্থগিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও সহিংসতার কারণে নয়টি আসনের ২১ কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া অন্তত ২০ জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার তথ্য অনুসারে, স্থগিত কেন্দ্রগুলো হলো সুনামগঞ্জ-২ আসনে মিরাপুর প্রাথমিক বিদ্যালয় (৭ নম্বর কেন্দ্র), নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৬ নম্বর কেন্দ্র), শুকুরনগর প্রাথমিক বিদ্যালয় (৭০ নম্বর কেন্দ্র), কক্সবাজার-১ আসনে চরনদীপ ভূমিহীন প্রাইমারি স্কুল (২৫ নম্বর কেন্দ্র), দক্ষিণ ফুলছুড়ি প্রাথমিক বিদ্যালয় (৭৪ নম্বর কেন্দ্র), মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮০ নম্বর কেন্দ্র), জামালপুর-৫ আসনে  জাগির মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭০ নম্বর  কেন্দ্র), নরসিংদি-৪ আসনে ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪ নম্বর কেন্দ্র), নরসিংদী-৩ আসনে দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা (৫ নম্বর কেন্দ্র) ও ভিটিচিনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ( ৮ নম্বর কেন্দ্র), টাঙ্গাইল-২ আসনে কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৬  নম্বর কেন্দ্র), কুমিল্লা-৩ আসনে গুর্গারাম (ডিআর) পাইলট সরকারি উচ্চবিদ্যালয় (৭৬ নম্বর কেন্দ্র), ধনিরামপুর ডিডিএসওয়াই উচ্চবিদ্যালয় (৮১  নম্বর কেন্দ্র), কুমিল্লা-৪ আসনে সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮৪ নম্বর কেন্দ্র), কুমিল্লা-১১ আসনের বগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮ নম্বর কেন্দ্র), গোবিন্দপুর সামছুল হুদা দাখিল মাদ্রাসা (৩৫ নম্বর কেন্দ্র), ধনিজকরা সরকারি প্রাপথমিক বিদ্যালয় (৩৮ নম্বর কেন্দ্র), আমানগন্ডা আদর্শ উচ্চবিদ্যালয় (৪৯ নম্বর কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চবিদ্যালয়-১ (৭৪ নম্বর কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চবিদ্যালয় (৭৫ নম্বর কেন্দ্র), বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-১ (৮৩ নম্বর কেন্দ্র)।

জানা যায়, ব্যালট পেপারে জোর করে সিল মারা ও প্রিসাইডিং অফিসারকে মারধর করার কারণে নরসিংদীর-৩ কেন্দ্রের ভোট বাতিল করা হয়। টাঙ্গাইলের গোপালপুরে কেন্দ্র থেকে ব্যালট পেপারভর্তি বাক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড গুলি ছোড়েন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় দুর্বৃত্তদের মারধরে তিন আনসার সদস্য আহত হন। আহত আনসার সদস্যরা হলেন বাদশা মিয়া, আব্দুল গণি ও আনতাজ আলী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য নাজমুল হোসেন জানান, দুর্বৃত্তরা অতর্কিতে কেন্দ্রে ঢুকে পুরুষ ওয়ার্ডের ৩ নম্বর কক্ষ থেকে ব্যালটবোঝাই বাক্স বাইরে নিয়ে তাৎক্ষণিক আগুন ধরিয়ে দেয়। এতে বাক্সটি পুড়ে যায়। ব্যালট উদ্ধারে তিনি পাঁচ রাউন্ড গুলি ছোড়েন বলে জানান এই পুলিশ সদস্য।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা