× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটের পরিবেশে সন্তুষ্ট বিদেশি পর্যবেক্ষকরা

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৮:৪৮ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৯:৩৯ পিএম

রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বিদেশি পর্যবেক্ষকরা। প্রবা ফটো

রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বিদেশি পর্যবেক্ষকরা। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র পরিদর্শন করে পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা। 

রবিবার (৭ জানুয়ারি) ভোটের দিন সকাল থেকেই বিদেশি পর্যবেক্ষকরা ঘুরে দেখেছেন রাজধানীর ভোটকেন্দ্রগুলো। গিয়েছেন রাজধানীর বাইরে ও আশপাশের জেলাগুলোতেও। এ সময় তারা নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু পরিবেশে হয়েছে বলে জানান সাংবাদিকদের। 

ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ পরিদর্শন করেন বিদেশি পর্যবেক্ষকরা।

ঢাকার বাইরে দুপুর ২টায় টঙ্গী কলেজ, সাভারের আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজ, গাজীপুরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের প্রগতি উচ্চ বিদ্যালয়, সিরাজদিখানের আদর্শ উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া পাইলট হাই স্কুল ও ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন করেন বিদেশি পর্যবেক্ষকরা। আর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করে রাশিয়ান পর্যবেক্ষক দল। 

রাজধানীর ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, ভিকারুননিসা নূন কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন চীন, মরিশাস ও উজবেকিস্তানের পর্যবেক্ষকরা। পাশাপাশি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখে যুক্তরাষ্ট্র, নরওয়ে ও অস্ট্রেলিয়ার তিনজনের একটি দল। ফিলিস্তিনের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখে দেশটির পর্যবেক্ষক দল। এ ছাড়া ঢাকা কলেজ, তেজগাঁও কলেজসহ রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন কমনওয়েলথের পর্যবেক্ষকরা। এ দলের নেতৃত্ব দেন জামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরেট ব্রুজ।

রাজধানীর ভিকারুননিসা কেন্দ্র পর্যবেক্ষণ করেন যুক্তরাজ্যের সংসদ সদস্য মার্টিন ডে। সকাল ১১টায় এই কেন্দ্রে যান মার্কিন ও জাপানিজ তিন পর্যবেক্ষক। এ সময় পর্যবেক্ষকরা বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

এবারের নির্বাচনে ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক আর ৫৯ জন বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী। রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগতএই তিন শ্রেণিতে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করেন। এদের মধ্যে রাশিয়া, ভারত, মরিশাস ও শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের প্রতিনিধি রয়েছেন। পাশাপাশি ইসির অনুমোদন পাওয়া তালিকায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, ভারত, পোল্যান্ড, ফিলিস্তিন, বেলজিয়াম, পর্তুগাল, নেদারল্যান্ডস, জর্ডান, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভূটান থেকে আসা নির্বাচন পর্যবেক্ষকরা রয়েছেন।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে ভোট পর্যবেক্ষণ করেন ইউরোপিয়ান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম যুক্তরাজ্য কমিউনিকেশনের পরিচালক ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্ন, যুক্তরাষ্ট্রের আলেক্সান্ডার বার্টন গ্রে, জাপানের ইওশিহিরো আইড, স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে প্রমুখ। পরিদর্শন শেষে ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্ন সাংবাদিকদের বলেন, ‘এটা আমার প্রথম কেন্দ্র পর্যবেক্ষণ ছিল। ভোটারের সংখ্যা অল্প হলেও ভোটাররা ভোটকেন্দ্রে এসেছেন। ভোটারদের ভোট দিতে যাওয়া দেখেছি। ভোটের পদ্ধতি দেখে ভালো মনে হয়েছে।’

নির্বাচন পর্যবেক্ষক মার্টিন ডে বলেন, ‘কেন্দ্রগুলোতে নির্বাচনী পরিবেশ ভালো মনে হলেও ভোটার উপস্থিতি কম মনে হয়েছে।’ 

ভোটগ্রহণ শুরুর পর জাপানের তিন সাংবাদিক ঢাকা-১৭ আসনের কয়েকটি কেন্দ্র পর্যবেক্ষণ করেন। এ সময় সাংবাদিক আরফারিজ বলেন, ‘আমরা বাংলাদেশে এসেছি নির্বাচন দেখতে। বিগত নির্বাচনের প্রেক্ষাপটে নিরাপত্তাসহ বেশ কিছু বিষয় নিয়ে চিন্তিত ছিলাম। তবে নিরাপত্তার সার্বিক পরিস্থিতি দেখে এ নির্বাচনকে ১০০ তে ৯০ দেব আমি।’ তবে বিএনপিসহ যারা নির্বাচনে অংশ নিচ্ছে না সেদিক বিবেচনা করে ১০০ তে ৭০ দেওয়ার কথা জানান তিনি। ভোটার উপস্থিতি নিয়ে আরফারিজ বলেন, ‘ভোটার উপস্থিতি কম। বিএনপি যেহেতু নির্বাচনে অংশ নেয়নি, তাই ভোটার উপস্থিতি কিছুটা কম মনে হচ্ছে আমাদের কাছে।’

অন্যদিকে ভোটের পরিবেশ সন্তোষজনক বলে জানায় মার্কিন পর্যবেক্ষক দল। দেশটির পর্যবেক্ষক এ্যালি গোল্ড সাংবাদিকদের বলেন, ‘ভোটের পরিবেশ সুন্দর মনে হয়েছে। তবে ভোটকেন্দ্রের বাইরে লোকজন থাকলেও ভোটকেন্দ্রের ভেতর কম কেন তা বুঝতে পারছি না।’

ভোটের পরিস্থিতি দেখতে ভোটকেন্দ্রে যান কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সদস্যরাও। সকালে ঢাকা কলেজ, তেজগাঁও কলেজসহ রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন সংস্থাটির পর্যবেক্ষকরা। এ দলের নেতৃত্ব দেন জামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরেট ব্রুজ। এ সময় ব্রুজ বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে মনে করি।’

ভোটগ্রহণের সময় সকালে চাঁদপুরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ভারতের নির্বাচন কমিশনের মহাপরিচালক নারায়ণ বালা শুব্রমানিয়ান। চাঁদপুর-৩ আসনের বাবুরহাট উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া উচ্চ বিদ্যালয়, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন ভারতের নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার দেবেন্দ্র শর্মা। গোপালপুর ভূঞাপুর আসনের অন্যান্য কেন্দ্রও পরিদর্শন করেন তিনি। এ ছাড়াও টাঙ্গাইলের ভূঞাপু‌রে নির্বাচন পর্যবেক্ষণ ক‌রেন ভার‌তের পর্যবেক্ষক দ‌লের প্রধান ধর্মেন্দ্র শর্মা। টাঙ্গাইল-২ আস‌নের ভূঞাপুর উপ‌জেলার ভূঞাপুর সরকা‌রি প্রাথ‌মিক‌ বিদ‌্যাল‌য়সহ বেশ ক‌য়েক‌টি কেন্দ্র প‌রিদর্শন ক‌রেন।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যায় রাশিয়ান পর্যবেক্ষক দল। রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান আন্দ্রে শুটভ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার চেষ্টা করছে। নির্বাচন যে স্বচ্ছ ও বৈধ হচ্ছে, তা তুলে ধরতে কাজ করছে বাংলাদেশ সরকার।’

নির্বাচনে ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন পর্তুগাল থেকে আসা নির্বাচনী পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সংসদ সদস্য পাওলো মার্টিন্স কাসাকা। রবিবার দুপুরে ঢাকা-২০ (ধামরাই) আসনের হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাসাকা বলেন, ‘যথাযথ নিয়মের মধ্যে ভোট হচ্ছে। নারী বুথে দেখেছি দায়িত্বরত কর্মকর্তা তালিকার ছবির সঙ্গে ভোটদাতার চেহারা মিলিয়ে নিচ্ছেন। অন্যান্য কেন্দ্রেও ঘুরেছি। দেখেছি, সেখানে ভোটারদের প্রচুর উপস্থিতি রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘প্রধান বিরোধী দল ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, এটা দুঃখজনক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা