× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ নির্বাচন

যশোর, সাভার ও ঢাকায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন সেনাপ্রধানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ২০:৫১ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ২১:২৫ পিএম

যশোর, সাভার ও ঢাকায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন সেনাপ্রধানের

সংসদ নির্বাচনে সারা দেশে সেনা মোতায়েনের এক দিন পরই যশোর, সাভার ও ঢাকায় মাঠপর্যায়ে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তিনি কার্যক্রম পরিদর্শনকালে সেনাসদস্যদের ব্রিফ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। 

আইএসপিআর জানিয়েছে, সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার যশোর অঞ্চলে  নির্বাচন উপলক্ষে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’-এর আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করার পাশাপাশি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং স্থানীয় অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

যশোর অঞ্চল পরিদর্শন শেষে সেনাপ্রধান সাভার ও ঢাকায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।  

সংসদ নির্বাচনে অসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য বুধবার থেকে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা