× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৯:২১ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ২০:০২ পিএম

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ফাইল ফটো

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ফাইল ফটো

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় ২ হাজার ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ১ হাজার ২২৫ ভেনুতে ১ হাজার ৬৬৮টি অতিগুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ৪৭৮টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। 

সোমবার (১ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরে একই স্থানে একটি কেন্দ্র আবার একাধিক কেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বাইরে টহল দল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।‘

হাবিবুর রহমান বলেন, ‘ঢাকা শহরে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। শহরের মধ্যে অনেক দূরবর্তী কেন্দ্রও রয়েছে, যেখানে ট্রলার দিয়ে যেতে হয়। সব বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা মজবুত বলে মনে করছি। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করায় নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না।’ 

নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি হামলা বা নাশকতার কোনো তথ্য আছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গিদের বিষয়ে বলবসুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে। তবে কিছু কিছু গোষ্ঠী রয়েছে, তারা নির্বাচনবিরোধী কার্যক্রম ও অপতৎপরতা চালাচ্ছে এবং নাশকতা সৃষ্টি করছে। তাদের রুখে দেওয়ার জন্য পুলিশ রয়েছে। পুলিশের সঙ্গে সাধারণ জনগণ মিলে অপতৎপরতা রুখে দেবে।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে সব ধরনের কার্যক্রম চলছে। প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন। ঢাকাসহ সারা দেশে ক্যাম্প করে ভোটের প্রচারণা চলছে। সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এখন পর্যন্ত দেশের কোনো স্থানে বড় কোনো সমস্যা হয়নি। কিছু কিছু স্থানে নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বী প্রর্থীদের মধ্যে কোনো কিছু ঘটে থাকে। তবে এবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা