× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ বাহিনীর পাশে থাকার অঙ্গীকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৯:০৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধী চক্র অগ্নিসন্ত্রাসসহ ক্রমাগত নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ ঘটনাও ঘটছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) যেকোনো পরিস্থিতিতে অতীতের মত পুলিশ বাহিনীর পাশে থাকবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরী এবং মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, সামনের দিনগুলোতে নির্বাচন বিরোধীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষজনিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দক্ষতা, সাহস, বুদ্ধিমত্তা, কৌশল ও দৃঢ়তা ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীর রয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি মনে করে যে, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য জাতির এই ক্রান্তিকালে সকল প্রকার ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ নিরপেক্ষভাবে পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনোত্তর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত আছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা