× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে প্রভাব বিস্তারে ওয়াশিংটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে না মস্কো : রুশ রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৯ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:১১ পিএম

ঢাকায় রুশ দূতাবাসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যানতিতস্কি। ছবি: সংগৃহীত

ঢাকায় রুশ দূতাবাসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যানতিতস্কি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকায় রাশিয়ান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ১৯৭২ সালে তৎকালীন সোভিয়েত নেভির সদস্য ভিটালি গুবেন্কো ও আলেকজান্ডার জালুটস্কির ঢাকা সফর উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ পরবর্তি সময়ে চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করার কাজে নিয়োজিত ছিলেন সোভিয়েত নেভির এই দুই সদস্য।

রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর সদস্যরা চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণে সহায়তা করেছিলেন। এই প্রসঙ্গের সঙ্গে এও 
বলতে চাই, এখানে প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমরা শুধু বলছি যে, দেখ তারা কী করছে। এ বিষয়ে আমি আগেও কথা বলেছি।’

তিনি বলেন, ‘রুশ মুখপাত্র তার ডিসেম্বরের বিবৃতিতে ১০ বছর আগে ইউক্রেনে যা ঘটেছিল, তার সঙ্গে ঢাকায় এখন যা ঘটছে, তার তুলনা করেছেন। তারা (ইউক্রেনে) নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। এতে যুক্তরাষ্ট্রের সহায়তা ছিল। পরে তারা স্বীকার করেছে যে অভ্যুত্থান পরিচালনায় পাঁচশ কোটি ডলার ব্যয় করা হয়েছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা