প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২৩ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৪ পিএম
৫ বছরের কম বয়সি শিশুদের মধ্যে প্রতি হাজারে ৩১ জন মারা যায়। আর এক বছরের কম বয়সিদের মধ্যে প্রতি হাজারে মারা যায় ২৫টি শিশু।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে পাঁচ বছরের কম বয়সি শিশুদের পুষ্টি নিয়ে আয়োজিত মিডিয়া ডায়লগে উপস্থাপন করা এক নিবন্ধে এ তথ্য জানানো হয়।
বেসরকারি সংস্থা বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) ও রাইট টু গ্রো কনসোর্টিয়াম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে শিশুপুষ্টি খাতে বাজেট বরাদ্দের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থাপিত নিবন্ধে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে-২০২২ (বিডিএইচএস)-এর তথ্য তুলে ধরে জানানো হয়, ৫ বছরের কম বয়সি শিশুদের মধ্যে প্রতি হাজারে ২৪টি শিশু খর্বকায় আর ১১টি শিশু কৃশকায়।
এই সমস্যাগুলোর অন্যতম কারণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে শিশুপুষ্টির জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ না থাকা।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন মো. মাহাবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও শিশু অধিকারবিষয়ক সংসদীয় কমিটির সহসভাপতি আরমা দত্ত।
স্বাগত বক্তব্য দেন রাইট টু গ্রো কনসোর্টিয়ামের কান্ট্রি স্টিয়ারিং কমিটির সভাপতি ও ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ইঞ্জিনিয়ার ইমাম মাহমুদ রিয়াদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
বক্তারা বলেন, একটি উন্নত মেধাসম্পন্ন স্বাস্থ্যবান জাতি গড়ার প্রাথমিক পূর্বশর্তই হলো শিশুদের জন্য সঠিক পুষ্টি ও স্বাস্থ্যকর পরিবেশের ব্যবস্থা করে দেওয়া। এসডিজি-২ অর্জনে এবং জাতীয় লক্ষ্য পূরণেও শিশুদের সঠিক পুষ্টির ব্যবস্থা করার বিশেষত সরকারের একটি অগ্রাধিকারভিত্তিক দায়িত্ব থাকলেও বিষয়টি বাস্তবায়নে অগ্রগতি সামান্য।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যাক্স ফাউন্ডেশনের কমিউনিকেশন ও ডকুমেন্টেশন বিশেষজ্ঞ সজল কোরায়শী এবং কার্যপত্র পাঠ করেন বিএসএএফের সমন্বয়কারী সাফিয়া সামি।