× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৫৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ২১:০২ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ২৩:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাচনালে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিভিন্ন অঙ্গনের ১৫৪ বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, নির্বাচন বানচাল করে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য দেশি-বিদেশি মহলের অপতৎপরতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অতীতের মতো নির্বাচন বানচালের সব অপচেষ্টা মোকাবিলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) ১৫৪ বিশিষ্ট নাগরিকের পক্ষে গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন।

এতে বলা হয়, স্বাধীনতার ৫২ বছর পরও বাংলাদেশের জনগণকে স্বাধীনতার পরাজিত শক্তির সঙ্গে লড়াই করতে হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন বিশিষ্ট এই নাগরিকরা। এই অপশক্তির হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সামরিক বাহিনীর অগণিত বীর সদস্য, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নিহত হয়েছেন। এ দেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে এখনও ছিনিমিনি খেলছে স্বাধীনতার পরাজিত শত্রুরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গুপ্তঘাতক চক্রের মতো গোপন স্থান থেকে হরতাল অবরোধের নামে সাধারণ মানুষের জানমাল, গণপরিবহন, ট্রেন ইত্যাদির ওপর চোরাগোপ্তা হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে পাকিস্তানি পরাজিত শক্তি। বিদেশি সাহায্য নির্ভরতা থেকে বেরিয়ে বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে বিদেশি শক্তির ওই দোসররা অর্থনীতি ধ্বংসের মরণখেলায় মেতে উঠেছে জানিয়ে শঙ্কা প্রকাশ করেন ১৫৪ শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিক।

বিবৃতিতে আরও বলা হয়, নাশকতাকারীদের ষড়যন্ত্র সফল হলে ইরাক, সিরিয়া, লিরিয়া কিংবা আফগানিস্তানের পরিণতি ভোগ করতে হবে বাংলাদেশকে। এই ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে বিপুল উৎসাহ আর উদ্দীপনা সহকারে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান বিশিষ্ট নাগরিকরা।

বিবৃতিতে সই করেছেন, ইমেরিটাস অধ্যাপক ড. বজলুল হক খন্দকার, অধ্যাপক ড. হারুন অর রশিদ, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক হাশেম খান, অধ্যাপক রফিকুন নবী, অধ্যাপক সনৎ কুমার সাহা, কবি ও লেখক কামাল চৌধুরী, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক আব্দুল মান্নান, নাট্যাভিনেতা, নাট্য পরিচালক ও সংগঠক আতাউর রহমান, কবি মুহম্মদ নুরুল হুদা, কবি ও লেখক অসীম সাহা, শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আলভী, শিল্পী ও সুপারনিউমারারি অধ্যাপক, ড. ফরিদা জামান, অভিনেতা পীযূষ বন্দ্যেপাধ্যায়, অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, কার্টুনিস্ট ও অধ্যাপক শিশির ভট্টাচার্য, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক অজয় দাশগুপ্ত, অধ্যাপক মইনুদ্দিন খালেদ, কবি তারিক সুজাত, অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভুঁইয়া, অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ড. মো. আমজাদ আলী, অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. নিজামূল হক ভূঁইয়া, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আব্দুল বাছির, অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, অধ্যাপক ড. সীমা জামান, অধ্যপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, অধ্যাপক ড. মো. জিয়া রহমান, অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, কবি ও সম্পাদক অধ্যাপক মাসুদুজ্জামান, অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. লাফিফা জামাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. মো. আবদুর রহিম, অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, ড. মোঃ আকরাম হোসেন, অধ্যাপক ড. মাসুদুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ মো. শামছুদ্দিন, ড. শাহ মো. মাসুম, অধ্যাপক শেখ আফজাল হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী, অধ্যাপক ড. মো. ফজলুর রহমান, অধ্যাপক ড. মো. বায়তুল্লাহ কাদেরী, অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন, অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক ডা. জামাল উদ্দীন চৌধুরী, অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, অধ্যাপক ড. শহীদ ইকবাল অধ্যাপক, অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান, অধ্যাপক ড. বিশ্বনাথ সিকদার, অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ড. মীর ইব্নে ওয়াহেদ, অধ্যাপক ড. দুলাল চন্দ্র রায় অধ্যাপক ড. এম. আরিফুর রহমান, অধ্যাপক ড. শুভ্রা রানী চন্দ, অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে, অধ্যাপক ড. শাতীল সিরাজ, অধ্যাপক ড. ফায়েকুজ্জামান, ড. বিপ্লব মল্লিক, ড. মাহবুবুর রহমান, মো. শরীফুল ইসলাম, মো. আসাদুজ্জামান মন্ডল, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. আসলাম, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর, অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, অধ্যাপক ড. সাদ উদ্দিন মাহফুজ, অধ্যাপক ড. ফরিদ আহমেদ, অধ্যাপক ড. আবু সালেহ, জাকিয়া সুলতানা মুক্তা, রিয়াদ হাসান, জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. এ কে এম মঞ্জুর মুর্শেদ, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিক, অধ্যাপক ড. আব্দুল হক, অধ্যাপক ড. এস. এম. ফিরোজ, অধ্যাপক ড. লস্কর এরশাদ, অধ্যাপক ড. শফিকুন্নবী সামাদী, অধ্যাপক ড. বোরাক আলী, অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ, অধ্যাপক ড. মো. মাসুদের রহমান, অধ্যাপক ড. রবিউল আওয়াল, অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, অধ্যাপক ড. মাহবুবুল হাকিম , অধ্যাপক ড. মো. সৈয়দ মো. গালীব, অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, অধ্যাপক ড. এ জেড এম রুহুল মোমেন, অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া, অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম, অধ্যাপক ড. পরিমল বালা, অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন, অধ্যাপক ড. মোস্তফা কামাল, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. রাশেদুন নবী, অধ্যাপক ড. নাছিম হাসান, অধ্যাপক ড. জ্ঞান রত্ন মহাথেরো, অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক ড. আনোয়ার সাইদ, অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম, অধ্যাপক ড. জামাল উদ্দীন, অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দীন, অধ্যাপক ড. হেলাল উদ্দিন, অধ্যাপক ড. এস. এম. মনিরুল হাসান, অধ্যাপক ড. মো. মাহবুবুল হক, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মুহিবুল আজীজ, অধ্যাপক ড. এস. এম. রফিকুল আলম, অধ্যাপক ড. মো. দানেশ মিয়া, অধ্যাপক ড. এফ এম এনায়েত হোসেন, অধ্যাপক ড. মো. সেকান্দার চৌধুরী, অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, অধ্যাপক মো. জসীম উদ্দিন, অধ্যাপক মনজুর আলম, অধ্যাপক এ বি এম আবু নোমান, ড. নেয়াজ মোহাম্মদ বাহাদুর, অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, মোহাম্মদ সেলিম হোসেন, ড. মো. আতিকুর রহমান ভুইয়া, ড. সুকল্যাণ কুমার কুন্ডু, ড. আলমগীর কবির, ড. এমরান জাহান, ড. মো. আমিনুল ইসলাম, ড. মো. খবির উদ্দিন, ড. হোসেন মো. সায়েম এবং অধ্যাপক ড. মেজবাহ উদ্দীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা