কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ২০:৫৫ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ২১:২২ পিএম
বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল আদওয়ানি পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানানোর মুহূর্তে। ছবি : সংগূহীত
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সহমর্মিতা ও সমবেদনা জানাতে দেশটি সফরে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১৮ ডিসেম্বর) কুয়েত এয়ারওয়েজের এক ফ্লাইটে দেশটির উদ্দেশে যাত্রা করেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল আদওয়ানি বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান।
ড. এ কে আব্দুল মোমেন কুয়েত সরকার আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন। তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।