× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরের এসপিকে বদলি চেয়ে আওয়ামী লীগ নেতাদের ইসিতে আবেদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ১৩:১৩ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ১৩:৪১ পিএম

প্রলয় কুমার জোয়ারদার। ছবি : সংগৃহীত

প্রলয় কুমার জোয়ারদার। ছবি : সংগৃহীত

যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারকে বদলির দাবি জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিত আবেদন করেছেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা। 

শুক্রবার (৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদনটি করেছেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি গৌর কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুব্রত ব্যানার্জি ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার।

আবেদনে তারা উল্লেখ করেছেন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার যশোরে প্রায় তিন বছর কর্মরত আছেন। তিনি নেত্রকোণা জেলার বাসিন্দা হলেও তার শ্বশুর বাড়ি মণিরামপুর উপজেলায়। এ ছাড়া তিনি যশোর-৫  মণিরামপুরের সংসদ সদস্য ও পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ‘জামাই’ হিসেবে ব্যাপক পরিচিত। স্বপন কুমার ভট্টাচার্য এবারও একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আত্মীয়তার কারণ ছাড়াও বর্তমান যশোর-১ আসনের এমপি আফিল উদ্দিনসহ অনেকের সঙ্গে তার রয়েছে ব্যক্তি পর্যায়ের সুসম্পর্ক। যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করবে বলে বেশিরভাগ মানুষ মনে করেন। 

আবেদনে আরও বলা হয়, সম্প্রতি প্রলয় কুমার জোয়ারদার নিয়মিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। সাধারণত নিয়মিত পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পূর্ব পদে কর্মরত থাকেন না। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন জয়ী হতে না পারে সেজন্য স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যশোর-৫ সহ (মণিরামপুর) বেশিরভাগ আসনে। মণিরামপুরসহ যশোরের অন্যান্য আসনে ভোটারদের শঙ্কামুক্ত রেখে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে এসপিকে বদলির আবেদন জানানো হয়েছে।

বিষয়টি নিয়ে আবেদনকারী মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জিএম মজিদ  সাংবাদিকদের বলেন, এসপি প্রলয় জোয়ারদার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের শ্বশুর হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে। স্বপন ভট্টাচার্য এবারও মণিরামপুরে নৌকার প্রার্থী। তার বিরুদ্ধে  মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তাই মণিরামপুর আসনের ভোটাররা মনে করছেন এসপি শেষ পর্যন্ত ভোটে স্বপন বাবুর পক্ষে প্রভাবিত করবেন। বিষয়টি নিয়ে ভোটারদের ইতোমধ্যে শঙ্কা তৈরি হওয়ায় আমরা চারজন এসপির বদলি চেয়ে আবেদন করেছি ইসিতে।

তিনি  আরও বলেন, ‘স্বপন ভট্টাচার্যের ভাগনে ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আলোচিত উত্তম চক্রবর্তী বাচ্চু করোনার সময় সরকারি চাল বিক্রির পরও তাকে পার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এসপি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা