× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ নির্বাচন

তৃতীয় দিনে ইসিতে ১৫৩ প্রার্থীর আপিল আবেদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৭:৫০ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিন বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আরও ১৫৩ প্রার্থীর আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে মোট আপিলের সংখ্যা দাঁড়াল ৩৬৬টি। এর মধ্যে ৬টি আপিল হয়েছে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তে ৬ জন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য। অন্যগুলো প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য। 

ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, আজ ঢাকা অঞ্চলের ২৬টি, চট্টগ্রাম অঞ্চলের ১১টি, ফরিদপুর অঞ্চলের ৪টি, সিলেট অঞ্চলের ৯টি, ময়মনসিংহ অঞ্চলের ৮টি, বরিশাল অঞ্চলের ৪টি, খুলনা অঞ্চলের ১৭টি, রাজশাহী অঞ্চলের ১৭টি, কুমিল্লা অঞ্চলের ৩৩টি ও রংপুর অঞ্চলের ২৪টি আপিল আবেদন জমা পড়েছে।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের প্রায় ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের প্রায় ৭৩ শতাংশ।

নির্বাচনী তফসিল অনুসারে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা