× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে বসে অপপ্রচারকারীরা পার পাবে না : তথ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক, দুবাই থেকে

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৬:০২ পিএম

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ে প্রবাসী বাঙালি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন  লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রবা ফটো

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ে প্রবাসী বাঙালি আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রবা ফটো

যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাবে তারা রেহাই পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ে প্রবাসী বাঙালি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। চট্টগ্রামের রাঙ্গুনিয়াবাসী প্রবাসীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিদেশে থেকে অপপ্রচার চালালেও রেহাই পাওয়া যাবে না। ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিএনপি-জামায়াত একটি কথাও বলেনি উল্লেখ করে তিনি বলেন, ‘আসলে এরা ক্ষমতায় যাওয়ার জন্যই শুধু ধর্মকে ব্যবহার করে।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ আবু ধাবি শাখার সভাপতি ইফতেখার আহমেদ বাবুল, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা ফজলুল কবীর চৌধুরী প্রমুখ।

এর আগে একই দিন দুবাইয়ের জুবিলী পার্কে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌছে দেন তিনি। 

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত কপ-২৮ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা