× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলীয় এমপিরা পদত্যাগ না করে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না : ইসি রাশেদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ২২:০৪ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ২২:২০ পিএম

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘যে কেউই স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। তবে দলীয় সংসদ সদস্যরা পদে থেকে নির্বাচন করতে পারবেন না যদি তারা স্বতন্ত্র প্রার্থী হতে চান।’ ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দলটির বেশ কয়েকজন সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। এই প্রেক্ষাপটে রাশেদা সুলতানা মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তবে এ বিষয়ে তিনি কোনো আইনি ব্যাখ্যা দেননি।

এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’সংবিধানের ৬৬ ও গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ অনুচ্ছেদে সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে বিস্তারিত বলা আছে। সেখানে কোনো দলের সংসদ সদস্য পদে বহাল থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না—এমন কোনো বিধান নেই।’

আরেক সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও একই মত প্রকাশ করেন। তিনি বলেন, ’দলীয় কোনো সংসদ সদস্য দলের শৃঙ্খলা পরিপন্থি আচরণ করলে সংশ্লিষ্ট দল তাকে দল থেকে বহিষ্কার করতে পারে। তাতে তার সংসদ সদস্য পদ হারাতে হবে কি না, সে বিষয়টি স্পষ্ট না। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হবে। আবার এটাও বলা আছে যে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা