× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ বছরে শহরাঞ্চলে জনসংখ্যা বেড়েছে ৩ কোটি ৯৬ লাখ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১৬:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য মতে, ২০২২ সালে শহরাঞ্চলে জনসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৩৭ লাখ। যা ১৯৮১ সালে ছিল ১ কোটি ৪১ লাখ। দেশে ৪০ বছরে শহরাঞ্চলে জনসংখ্যা বেড়েছে ৩ কোটি ৯৬ লাখ। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নিজস্ব কার্যালয়ে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ‘ন্যাশনাল রিপোর্ট’ প্রকাশনা বিষয়ক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ। মূল রিপোর্ট উপস্থাপন করেন জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন ও উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন বিবিএসের যুগ্মসচিব ড. দিপংকর রায়। 

উল্লেখ্য দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম পরিচালনা করা হয়।

মো. দিলদার হোসেন জানান, ১৯৮১ সালে দেশে মোট জনসংখ্যা ছিল ৮ কোটি ৯৯ লাখ। সেখানে পল্লী অঞ্চলে বসবাসকারীর সংখ্যা ৭ কোটি ৫৮ লাখ ও শহরাঞ্চলে ১ কোটি ৪১ লাখ।

১৯৯১ সালে দেশে মোট জনসংখ্যা ছিল ১১ কোটি ১৫  লাখ। সেখানে পল্লী অঞ্চলে বসবাসকারী ৮ কোটি ৯০ লাখ ও শহরাঞ্চলের ২ কোটি ২৫ লাখ। 

২০০১ সালে দেশে মোট জনসংখ্যা ছিল ১৩ কোটি ৫ লাখ। সেখানে পল্লী অঞ্চলে বসবাসকারী ৯ কোটি ৯৪ লাখ ও শহরাঞ্চলে ৩ কোটি ১১ লাখ। 

২০১১ সালে দেশে মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৮ লাখ। সেখানে পল্লী অঞ্চলে বসবাসকারী ১১ কোটি ৪৭ লাখ ও শহরাঞ্চলে ৩ কোটি ৫১ লাখ। 

২০২২ সালে দেশে মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ। সেখানে পল্লী অঞ্চলে বসবাসকারী ১১ কোটি ৬১ লাখ ও শহরাঞ্চলের ৫ কোটি ৩৭ লাখ।

আর দেশের প্রথম আদম শুমারিতে মোট জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা