× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর আলাদা বার্তা নিয়ে ভারত যাচ্ছি না : পররাষ্ট্র সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ২১:০২ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ২১:১৮ পিএম

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সংগৃহীত ছবি

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা কোনো বার্তা নিয়ে নয়াদিল্লি যাচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ‘আপনারা অনেক কিছু মেলাতে পারেন।’ 

বুধবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার ভারতের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব। 

মাসুদ বিন মোমেন জানান, ভারত সফরকালে দেশটিতে অবস্থিত বিভিন্ন দেশের ৯০টি মিশনের সঙ্গে তিনি কথা বলবেন। নির্বাচনের আগে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার উদ্দেশ্যেই তাদের সঙ্গে কথা বলবেন তিনি।

এফওসি বৈঠক সম্পর্কে মাসুদ বিন মোমেন বলেন, ’সাধারণত গত এক বছরে আমাদের যে অগ্রগতি রয়েছে, সেগুলোর একটা টেকিং টকস এবং নির্বাচনের পরে বা আগামী বছরে আমরা কোন কোন জায়গায় আরও বেশি জোর দিতে পারি, সেসব নিয়ে আলোচনা হবে।’

তিনি বলেন, ’আমি মনে করি না অপ্রয়োজনীয় অন্য কোনো হিডেন (গোপন) এজেন্ডা আছে। যেহেতু নির্বাচন সামনে, তাদের পক্ষ থেকে যদি কোনো কিছু জানার থাকে সেটা অবহিত করতে পারব। তবে আমি প্রধানমন্ত্রী থেকে আলাদা কোনো বার্তা নিয়ে যাচ্ছি না।’

আলোচনায় আরও কী কী থাকতে পারে, তা তুলে ধরেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ‘গ্লোবাল স্বার্থ সংরক্ষণে কীভাবে আমরা কাজ করতে পারি। জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে কীভাবে আমরা একে অপরকে সহযোগিতা বাড়াতে পারি, সে বিষয়গুলো এখানে আলোচিত হবে। এক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশ কী ধরনের ভূমিকা পালন করতে পারে, সেগুলো নিয়েও আলোচনা হবে। রোহিঙ্গা সমস্যা নিয়েও তাদের আপডেট দেব। কারণ আমরা সব সময় তাদের সহযোগিতা চেয়ে এসেছি।‘

এজেন্ডায় শুরুতে রাজনীতির প্রসঙ্গ রাখেন মাসুদ বিন মোমেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ’ওদের নির্বাচন আছে সামনে। আমাদের নির্বাচন আছে। নির্বাচনপূর্ববর্তী ও পরবর্তী দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এটা তো খুবই বহুপক্ষীয় সম্পর্ক; ট্রেড আছে, বিনিয়োগ আছে, পিপল টু পিপল কন্টাক্ট আছে, ভিসা ইস্যু আছে— এগুলো যেন নির্বাচনের পরও স্মুথলি চলতে পারে তা নিয়ে আলোচনা হবে।’

চলতি বছরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ভারতের পক্ষে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা