স্মরণসভায় বক্তারা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ০০:১৪ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১০:৫০ এএম
জাতির জনক এবং জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের পর কর্নেল (অব.) শওকত আলী মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্নেল (অব.) শওকত আলীর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
স্মরণসভায় বক্তব্য দেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শওকত আলীর স্ত্রী মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, ভাইস চেয়ারম্যান ড. নিমচন্দ্র ভৌমিক, কোষাধ্যক্ষ তালুকদার ওমর আলী, ভারপ্রাপ্ত মহাসচিব হাসান-উজ-জামান, যুগ্ম-মহাসচিব শেখ শহীদুল ইসলাম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মাজেদা শওকত আলী বলেন, বিয়ের এক বছর না যেতেই তিনি আমাকে তার স্বপ্নের কথা শুনিয়েছিলেন। তিনি বলতেন, আমি ভবিষ্যতে একসময় রাজনীতি করব। হঠাৎ একদিন তিনি শিশু বাচ্চার মতো আমার কাছে তার স্বপ্নের কথা বললেন। আমাদের নির্দেশ এসেছে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করার। আর নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, আমাকে তিনি জানালেন তাদের এ পরিকল্পনা যদি কখনও জানাজানি হয়ে যায় তাহলে তার ফাঁসি হয়ে যেতে পারে। পরে একসময় তাকে বললাম তোমার ছোট্ট বাবু আছে, মা-বাবা আছেন তাদের কথাও একটু মাথায় রেখ। তখন তিনি আমায় বললেন, তোমার মতো অনেক মেয়ে বিধবা থাকে, অনেক বাবু এই সময়ে বাবা ছাড়া থাকে। তার পরও দেশকে ভালোবাসতে হয়, মানুষকে ভালোবাসতে হয়।