প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ২১:৩২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ২১:৪৫ পিএম
সশস্ত্র দিবস-২০২৩ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ঢাকা সেনানিবাসে প্রশিক্ষণসংক্রান্ত জয়েন্ট ট্রেনিং ডকট্রিনের উন্মোচন করেন। ছবি : আইএসপিআর
সশস্ত্র বাহিনীর যৌথ প্রশিক্ষণসংক্রান্ত সঠিক নির্দেশনার জন্য প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রশিক্ষণ পরিদপ্তরের মাধ্যমে ‘জয়েন্ট ট্রেনিং ডকট্রিন- বাংলাদেশ আর্মড ফোর্সেস-২০২৩’ প্রস্তুত করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এটি অনুমোদন ও এর মোড়ক উন্মোচন করেন। সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত এ আনুষ্ঠানিকতার সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, যৌথ প্রশিক্ষণসংক্রান্ত তথ্য, প্রশিক্ষণের ধারণা, সমন্বয়, কর্মপদ্ধতি ও প্রশিক্ষণ সুবিধাদির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে আধুনিক কর্মপোযোগী এই মৌলিক ডকট্রিন প্রণীত হয়েছে। এ ডকট্রিন প্রশিক্ষণের ক্ষেত্রে সীমিত সম্পদের যথাযথ ব্যবহার এবং জাতীয় মূল্যবান সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণ, পেশাদারত্ব ও দক্ষতা অর্জনে সশস্ত্র বাহিনীকে সহায়তা করবে।
আইএসপিআর আরও জানায়, বর্তমান সরকার ২০১৮ সালে ‘জাতীয় প্রতিরক্ষা নীতি’ প্রণয়ন করেছে; যা একটি যুগান্তকারী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় যৌথ প্রশিক্ষণকে যুগোপযোগী ও কার্যকর করার জন্য এ ডকট্রিন প্রণীত হয়। একটি উন্নত সশস্ত্র বাহিনী গড়ার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকনির্দেশনা এবং মুক্তিযুদ্ধের চেতনার ওপর ভিত্তি করে ডকট্রিনটি প্রস্তুত করা হয়েছে।