প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২৩:৫১ পিএম
ফাইল ছবি
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ৩২টি জেলা ও অঞ্চলে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। রাত ৮টা ৫০ মিনিট থেকে ফের গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ ৭ বিভাগের ৩২ জেলা ও অঞ্চলে বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে। ঢাকা বিভাগের মাদারীপুর ও নোয়াখালীর হাতিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮ মিলিমিটার।
তিনি বলেন, গভীর নিম্নচাপটি আজ রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রাত ১২ টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে খেপুপাড়া ও মোংলায় আঘাত হানতে পারে।
এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ঢাকায় ১, টাঙ্গাইলে ২, ফরিদপুরে ২, মাদারীপুরে ১৮, গোপালগঞ্জে ১ মিলিমিটারসহ মোট ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজশাহী বিভাগের পাবনার ঈশ্বরদীতে ১ বগুড়ায় সামান্য ও সিরাজগঞ্জের তাড়াশে ১ মিলিমিটারসহ ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে ৩ ও নেত্রকোনায় ২ মিলিমিটারসহ ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে ৫, সন্দ্বীপে ৪, সীতাকুণ্ডে ৭, রাঙামাটিতে ৪, কৃমিল্লায় সামান্য, চাঁদপুরে ৩, ফেনীতে ১, নোয়াখালীর হাতিয়ায় ১৮, কক্সবাজারে ১৪, টেকনাফে ১০ ও বান্দরবানে ৭মিলিমিটারসহ মোট ৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। খুলনা বিভাগের খুলনায় ১, মোংলায় ১, সাতক্ষীরায় সামান্য, যশোরে ৯, চুয়াডাঙ্গায় ১ ও কুমারখালীতে ১ মিলিমিটারসহ মোট ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বরিশাল বিভাগের বরিশালে ২, পটুয়াখালীতে ৮, খেপুপাড়ায় ১০ এবং ভোলায় ২ মিলিমিটারসহ মোট ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ও ডিমলায় ৩১.৫ ও সর্বনিম্ন ছিল তেঁতুলিয়ায় ১৫.০ ডিগ্রি সেলসিয়াস।
আগামী শনিবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।