× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভেদ-ক্ষমতালিপ্সায় সংকট গ্রুপ থিয়েটারে, উত্তরণে একাট্টা নাট্যকর্মীরা

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২২ ২০:৫৪ পিএম

মতবিনিময় সভা

মতবিনিময় সভা

বাংলাদেশের নাটকের অঙ্গণে সাম্প্রতিক সময়ে এক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে৷ নানাবিধ সংকটে জর্জরিত নাটক তথা সাংস্কৃতিক প্রাঙ্গণ। থিয়েটারে অনৈক্য, বিভেদ, ক্ষমতালিপ্সা, অসহিষ্ণুতাসহ নানা অসুন্দর যখন মাথাচাড়া দিয়ে উঠেছে তখন নাট্যচর্চা ও বৃহদার্থে সংস্কৃতিচর্চা খুব সহসা মুখ থুবড়ে পড়ার আশঙ্কাও করছেন নাট্যকর্মীরা।

ঢাকার থিয়েটার চর্চা করা নাটকের সংগঠনগুলো শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে 'থিয়েটার চর্চায় সাম্প্রতিক সংকট ও উত্তরণ' শিরোনামের এক মতবিনিময় সভার আয়োজন করে।

বাংলাদেশের চলমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে নাট্যচর্চার সম্পর্ক না থাকা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কমিটিতে সৃজনশীল ব্যক্তির অন্তর্ভুক্তি নিশ্চিত না করা ও দেশের সামাজিক নানা সঙ্কটে গ্রুপ থিয়েটারের নিস্ক্রিয়তায় এ সঙ্কট ঘনীভূত হয়েছে বলে অভিমত আসে এ সভায়। 

আলোচনা সভায় যোগ দেন নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রাবন্ধিক- কলামিস্ট মফিদুল হক, চট্টগ্রামের সংস্কৃতিকর্মী ও একুশে পদকপ্রাপ্ত নাট্যকর্মী আহমেদ ইকবাল হায়দার।

নির্ধারিত আলোচনায় বাংলাদেশ গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রামেন্দু মজুমদার বলেন, আজকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংস্কারের যেসব কথা বলা হচ্ছে, সেসব কথাগুলো তুলতে হবে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভায়৷ যে অভিযোগগুলো উঠে এসেছে সে কথাগুলো শুনতে বাধ্য করতে হবে ফেডারেশনকে৷ তবে আমরা কোনোভাবে গ্রুপ থিয়েটারের বিভক্তি চাই না।

মামুনুর রশীদ বলেন, আজকে নেতৃত্ব বড় হয়ে গেছে কিন্তু সৃজনশীলতা কমে গেছে৷ সাংগঠনিক কর্মকাণ্ড যেন সৃজনশীলতাকে অবদমিত করছে৷ এখন যে সংকট তৈরি হয়েছে, তাতে উভয় পক্ষের ঐক্যের প্রয়োজন ছিলো৷ কিন্তু তারা (ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী) আসলেন না। তাদের কথাও তো শুনতে হবে। তারা তো সাধারণ নাট্যকর্মীদের প্রতিনিধিত্ব করেন ফেডারেশনে। তাদের না আসাটা আমাদের জন্যও ব্যর্থতা।

নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, আজ সারাদেশে যখন নাট্যচর্চার সঙ্কটের কথা বলা হচ্ছে, তখন কেন্দ্রের ভূমিকা কোথায়? ঢাকার বাইরে নাটক হয় না, কিন্তু রিপোর্টিং হয়েছে নাটক হচ্ছে। তার মানে কাঠামোর যে দীর্ঘ হাত, তার কাছে নতজানু হতে হচ্ছে৷ আজকে সৃষ্টিশীলতাকে পরিহার করে আমরা কাঠামোর সাথে থাকতে চেয়েছি৷ এটা পরিহার  করতে হবে।

আসাদুজ্জামান নূর বলেন, আমি নিজে একটা দল করি, তাই অনেক কথা হয়ত বলতে পারি না। কিন্তু আজকে অভিযোগের যে পাহাড় জমেছে, তার সমাধান হওয়া দরকার। আজকে ফেডারেশনে বিভক্তি দেখা দিয়েছে, মতপার্থক্য দেখা দিয়েছে। এর পরিবর্তন আসা দরকার৷ তবে সেটা হতে হবে সবাইকে অন্তর্ভুক্ত করে, কাউকে বাদ দিয়ে নয়। ফেডারেশনের কর্মকর্তারা সংকট নিরসনে কী ভাবছেন, তা সাধারণ নাট্যকর্মীদের কাছে প্রকাশ করা উচিত।

আহমেদ ইকবাল হায়দার বলেন, নাটকের দলগুলো থেকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতা হওয়ার জন্য আজ যে রাজনীতি শুরু হয়েছে তা সারাদেশের নাট্যচর্চাকে প্রভাবিত করছে। 

মফিদুল হক বলেন, সংস্কৃতি খাতে সরকার যে টাকা প্রতি বছর বরাদ্দ করে তা সৃষ্টিশীলতা ও সৃজনশীলতার জায়গায় কিভাবে কত টাকা ব্যয় করা হচ্ছে, তা প্রকাশ করতে হবে৷ এই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জেলা শিল্পকলা অ্যাকাডেমিগুলোকে গতিশীল করে জেলাভিত্তিক নাট্যচর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রাচ্যনাটের আজাদ আবুল কালাম পাভেল, নাট্যতীর্থের তপন হাফিজ, ঢাকা থিয়েটারের কামাল বায়েজীদ, শহীদুজ্জামান সেলিম, ঢাকা পদাতিকের শামসি আরা সায়কাসহ আরও অনেকে।

মুক্ত আলোচনায় বক্তারা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়ার সংস্কারের দাবি জানান৷ তারা বলেন, গঠনতন্ত্র পরিবর্তন করে ফেডারেশনের কাঠামোতে পরিবর্তন আনতে হবে। জেলা পর্যায়ে ফেডারেটিভ বডি গঠন ও বিজ্ঞজনদের নিয়ে উপদেষ্টামণ্ডলী গঠনের প্রস্তাবনা আসে সভায়।

নাট্যকর্মীদের অনেকে ক্ষোভের সঙ্গে বলেন, গত বারো বছর ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যানের পদটি লিয়াকত আলী লাকী দখলে রাখায় সার্বিক সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। বিস্তর অভিযোগ এনে অনেকে তার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা