× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামুদ্রিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় জাপান সরকারের অনুদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১৯:২৮ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৯:৫৮ পিএম

ওএসএ কর্মসূচির আওতায় চুক্তি স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ছবি : আইএসপিআর

ওএসএ কর্মসূচির আওতায় চুক্তি স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ছবি : আইএসপিআর

সামুদ্রিক নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং দুদেশের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধনকে শক্তিশালী করতে বাংলাদেশকে ৫৭৫ মিলিয়ন জাপানি ইয়েন (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪১ কোটি ৭৩ লাখ টাকা) অনুদান দেবে জাপান সরকার। অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিসট্যান্স (ওএসএ) কর্মসূচির অধীনে এ অনুদান বরাদ্দ করে জাপান।

বুধবার ঢাকা সেনানিবাসের প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি এক্সচেঞ্জ নোট স্বাক্ষরিত হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং জাপান সরকারের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

বুধবার (১৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা জোরদারে এই অনুদান জাপানের প্রতিশ্রুতির প্রতিফলন। এটি দু-দেশের মধ্যে দৃঢ় এবং স্থায়ী অংশীদারিত্বের একটি প্রমাণ, যা পারস্পারিক সু-সম্পর্ক এবং নিরাপদ ভবিষ্যতের প্রত্যয় ব্যক্ত করে। বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধিতে বরাদ্দকৃত অনুদান ব্যবহার করা হবে। ২০২৩ সালে বাংলাদেশ এই কর্মসূচির আওতায় কয়েকটি সমুদ্রগামী বোট পাবে, যা বাংলাদেশের বিস্তৃত সমুদ্র উপকূলের নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবহার করা হবে। এ ছাড়া বোটগুলি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতাকে আরও শক্তিশালী করাসহ ঘূর্ণিঝড়, বন্যা এবং ভূমিকম্পের মতো দুর্যোগের সময় নাগরিকদের নিরাপত্তা ও উদ্ধারকার্যে ব্যবহৃত হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাক্ষর অনুষ্ঠানটি প্রতিশ্রুত পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। এটি বাংলাদেশ ও জাপানের মধ্যে স্থায়ী অংশীদারিত্বের একটি সাক্ষ্য বহন করে, যা বন্ধুত্ব, সহযোগিতা এবং নিরাপদ ভবিষ্যতের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা