× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সন্ধ্যায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১০:২৯ এএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১২:১৩ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সন্ধ্যায়

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঘেষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এ তফসিল ঘোষণা করবেন। সিইসির ভাষণ সরাসরি  সম্প্রচার করা হবে। তার আগে বিকাল ৫টার দিকে কমিশন সভায় তফসিল নির্ধারণ করা হবে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এদিকে তফসিল ঘোষণার দুই দিন আগে প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু একটি চিঠি দিয়েছেন। এই চিঠিতে তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইসি সচিব।

এক প্রশ্নের জবাবে ইসি বলেছেন, অবশ্যই না। কোনো প্রভাব পড়বে না। ডোনাল্ড লুর চিঠির বিষয়ে কমিশন অবগত নয়। কমিশনের কাছে কিছুই আসেনি। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছে, সেইভাবে কাজ করবে।

সংসদ নির্বাচনের তফসিল উপলক্ষে বুধবার সকাল থেকে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার শুধু নির্বাচন কমিশনের সামনে পুলিশি নিরাপত্তা থাকলেও আজ সকাল থেকে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের বিষয়ে কড়াকড়ি রয়েছে। নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা জোরদার। ছবি : আরিফুল আমিন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা