বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৪:১৭ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১৪:৫৫ পিএম
নির্বাচন কমিশন ভবন। ফাইল ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল বুধবার সন্ধ্যায়। জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এই ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সূত্র প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় সাংবাদিকদের ব্রিফ করবেন ইসি সচিব জাহাংগীর আলম। বিকাল ৫টায় বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার। পরে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভাষণে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সিইসির ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে।
এদিকে কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সোমবার প্রতিদিনের বাংলাদেশকে জানান, বুধবার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করতে পারেন। ভোটগ্রহণ হতে পারে ৬ অথবা ৭ জানুয়ারি।