× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিটি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৪:৪৫ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১৫:২০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ অক্টোবরের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রবা ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ অক্টোবরের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রবা ফটো

বিএনপির ডাকা সমাবেশ ও তার পরবর্তী সময়ে ঘটা প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (১ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ অক্টোবরের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘সাংবাদিক বন্ধুরা পুলিশ বাহিনীর মতো মাঠে দায়িত্ব পালন করেন। আপনারা নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের মতো তারাও আক্রমণের শিকার হয়েছেন। দুষ্কৃতকারীরা চায় না তারা যে ছবি, তথ্যসংগ্রহ করেছেন, যেগুলো তাদের বিপক্ষে যায়... এ আশঙ্কায় তারা সাংবাদিক বন্ধুদের ওপরও আক্রমণ করেছে। আমরা প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

চৌধুরী হাসান সারওয়ার্দী ও জো বাইডেনের কথিত উপদেষ্টার নির্বাচনের আগে কী পরিকল্পনা ছিল, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনার বিষয়ে যাদের জড়িত পাচ্ছি, তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। গোয়েন্দা তথ্য যেগুলো পাচ্ছি তা বিশ্লেষণ করে ব্যবস্থা নিচ্ছি। তদন্তের স্বার্থে সব তথ্য বলছি না। কিন্তু সবকিছু বিবেচনায় রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি।’

পুলিশপ্রধান বলেন, ‘আমাদের একজন পুলিশ সদস্যকে মাথায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও আমাদের বেশকিছু পুলিশ ও আনসারের সদস্য হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একজন সদস্যকে দেখলাম কী হবে জানি না। আমরা চেষ্টায় আছি। সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টায় আছি। আশা খুব একটা আছে কি না আমি জানি না। এখানকার চিকিৎসকরা যেভাবে আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন তাই আমি তাদের ধন্যবাদ জানিয়েছি।’ 

তিনি বলেন, ‘গতকালও আমাদের নারায়ণগঞ্জের আহত এক পুলিশ সদস্য এখানে ভর্তি আছে। একজন আনসার সদস্য মানসিক ভারসাম্যহীনভাবে কাতরাচ্ছে। তাদের বলেছি এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যা নেওয়ার তা নেওয়া হবে।’

২৮ অক্টোবর পুলিশের প্রস্তুতির ঘাটতি ছিল কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। ঘাটতি ছিল না বলেই আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। যখন তারা উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেছে বুঝিয়ে শুনিয়ে চেয়েছি তাদের নিয়ন্ত্রণ করতে। প্রথমে তারা হঠাৎ করে একটি বাসে আগুন দিয়েছে। এরপর কিছু মানুষ গাড়ি নিয়ে আসছিল তাদের ওপর আক্রমণ করেছে। সেদিন তো কোনো অবরোধ কর্মসূচি ছিল না। রাস্তা বন্ধ থাকবে তেমন কোনো কর্মসূচি ছিল না। তারপরে তারা আমাদের লোকদের সাধারণ মানুষদের আক্রমণ করেছে। গাড়িতে আগুন জ্বালিয়েছে। গাড়িতে যখন আগুন জ্বালায় তখন পুলিশের দায়িত্ব কী? সরকারি ও ব্যক্তিগত জানমালের যখন ক্ষতি হয় তখন সেটি প্রতিহত করা এবং ব্যবস্থা নেওয়া সেটা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করেছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যেটুকু ব্যবস্থা নেওয়া ও শক্তি প্রয়োগ করার দরকার সেটুকু করেছি তার অতিরিক্ত আমরা করিনি।’

অবরোধের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। কর্মসূচি পালন করার অধিকার আছে কিন্তু একজন মানুষের অধিকার আছে তার রাস্তায় চলাফেরা করার। এটাকে যারা বাধাগ্রস্ত করবে তাদের যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা আমরা নিতে যাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা