× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবরোধেও স্বাভাবিক ট্রেন চলাচল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১৩:০২ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ১৫:০৬ পিএম

যাত্রীদের ট্রেনে চলাচলের জন্য কমলাপুর রেলস্টেশনে কঠোর নিরাপত্তা। প্রবা ফটো

যাত্রীদের ট্রেনে চলাচলের জন্য কমলাপুর রেলস্টেশনে কঠোর নিরাপত্তা। প্রবা ফটো

বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৩ দিনের সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচির মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে ও আসছে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা গেছে, কমলাপুর রেলওয়ে স্টেশনে থেকে, সব ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।  রেল স্টেশনে যাত্রীদের ভিড় আছে। 

কমলাপুর রেলওয়ের স্টেশন মাসুদ সারোয়ার প্রতিদিনের বাংলাদেশকে জানান, মঙ্গলবার ভোর ৪টা  ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত আন্তঃনগর ও কমিউটার মিলে ১৫ জোড়া ট্রেন টাকা থেকে ছেড়ে গেছে এবং এসেছে। সব ট্রেন শিডিউল অনুযায়ী চলছে। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই।

ছুটিতে রংপুর এক্সপ্রেসে নাটোরে গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকাল সাড়ে ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনে আসেন চাকরিজীবী ইমরান হোসেন। তিনি বলেন, ‘রাজারবাগ থেকে রেলস্টেশনে আসতে কোনো ভোগান্তি হয়নি। ট্রেনও চলছে। আশা করি কোনো ঝামেলা ছাড়াই বাড়ি পৌঁছাতে পারব।’

পঞ্চগড় থেকে সকাল সাড়ে ৯টার দিকে আন্তঃনগর একতা এক্সপ্রেসে কমলাপুর রেলস্টেশনে নামেন মাহবুল হক। তিনি বলেন, ‘গতকাল সোমবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে ট্রেনে উঠেছি। ট্রেনে যাত্রীদের ভিড় ছিল। অবরোধের কারণে ঢাকা আসতে চাইনি। কিন্তু মামলাসংক্রান্ত জরুরি কাজ থাকায় আসতে হয়েছে।’

একতা এক্সপ্রেসের যাত্রী ছিলেন অর্শি সরকারও। তিনি এনটিআরসির শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা দিতে এসেছেন। তিনি বলেন, ‘অবরোধের কারণে আসতে ভয় করছিল। তবে যাত্রাপথে কোনো সমস্যা হয়নি।’

অবরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঢাকা বিভাগের কমান্ড্যান্ট শহীদ উল্লাহ বলেন, যাত্রী ও রেলওয়ে স্থাপনার নিরাপত্তার জন্য অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কোনো অপ্রিতীকর ঘটনা ঘটেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা