× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তলা ফেটে ডুবে যাচ্ছিল লাইটার জাহাজ, ৯৯৯ নম্বরে ফোন কলে উদ্ধার

প্রবা প্রতিদবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ১৫:৫১ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ১৫:৫৪ পিএম

তলা ফেটে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রবা ফটো

তলা ফেটে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রবা ফটো

ঢাকা থেকে খুলনা যাচ্ছিল এমভি বালাশুর-৩ একটি লাইটার জাহাজ। ৫৫০ টন ওজনের এগার হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে যাচ্ছিল জাহাজটি। পথিমধ্যে বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর দোহারিকা ব্রিজের কাছে ডুবন্ত খুঁটির সঙ্গে লেগে জাহাজটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। পরে ৯৯৯ কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে জাহাজ ও স্টাফদের উদ্ধার করে।

জাতীয় জরুরি সেবা (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এমন তথ্য জানিয়ে, সোমবার (১৬ অক্টোবর) আলমগীর নামে জাহাজটির একজন স্টাফ ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চান এবং জানান জাহাজে তারা ছয়জন স্টাফ রয়েছেন।  

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আবদুল্লাহ মনসুর। তিনি তাৎক্ষণিকভাবে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত জানান এবং উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই জয়ন্ত ঘরামী এবং এসআই সালাউদ্দীন উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল পানি সেঁচার পাম্পসহ দুর্ঘটনাস্থলে গিয়ে পানি সেঁচে জাহাজটিকে নিরাপদে তীরে নিয়ে আসে এবং জাহাজ থেকে ছয়জন নাবিককে উদ্ধার করা হয়।

এগার হাজার ব্যাগ সিমেন্ট থেকে ২০০ ব্যাগ সিমেন্ট পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। বাকি দশ হাজার ৮০০ ব্যাগ সিমেন্ট অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।  

উজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া সাব অফিসার মাহাবুব আলম ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা