× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র কোনো দেশেই সফল হতে পারেনি : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১৮:১৫ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ১৮:৫৫ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রবা ফটো

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রবা ফটো

নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র কোনো দেশেই সফল হতে পারেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের সুন্দর আলোচনা হয়েছে। যে সাংবাদিক লিখেছেন আলোচনা মাঝপথে থেমে গিয়েছিল সে মিথ্যাবাদী, সে আহম্মকের সঙ্গে আছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, নির্বাচন পর্যবেক্ষক এলে ভালো, না এলে ক্ষতি নেই। আমাদের আস্থা বাড়াতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরও নিষেধাজ্ঞা আসবে কি না জানা নেই। আলোচনা থেমে নেই। এটা অপ্রাসঙ্গিক। কোথাও কোনো কাজে আসেনি। এটা উত্তেজনা সৃষ্টির জন্যই করা। বাংলাদেশের সাফল্য আর ভৌগোলিক অবস্থানের কারণে অনেকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। সব দেশ এখন আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসে।

নির্বাচন পর্যবেক্ষণের অগ্রবর্তী যুক্তরাষ্ট্রের দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সব প্রস্তুতি জানানো হয়েছে। তারা সন্তুষ্ট হয়েছে বলেই মনে হয়েছে। 

আব্দুল মোমেন বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের কংগ্রেসম্যানদের চিঠির তথ্য সঠিক ছিল না। এটা ওরা স্বীকার করে নিয়েছে। এরা কেউ কেউ পলিটিক্যালি মোটিভেট। নির্বাচন নিয়েও অনেক মিস ইনফরমেশন আছে, বিদেশিদের মাঝে। এগুলো দূর করতে হবে। যারা মিথ্যা তথ্য দেয়, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে।

মার্কিন ডেপুটি আন্ডার সেক্রেটারি আফরিন আক্তার বাংলাদেশে আসছেন বলে উল্লেখ করে তিনি বলেন, তার এ সফরের বৈঠকগুলোতে রোহিঙ্গা ইস্যু ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হবে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক খাদ্য সচিবের অর্থ বাজেয়াপ্ত হওয়ার খবরটি সঠিক জানা নেই। হলে দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে কোনো তথ্য নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা