× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৪ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় মেঘমালার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।’ 

এ দিকে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেছেন, ‘লঘুচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টিপাতে পরিমাণ বাড়বে। তাতে করে দেশের ১৯ জেলায় বয়ে যাওয়া তাপ প্রবাহ অনেক স্থানে কমে যাবে। শুধু সিলেট ও ময়মনসিংহ বিভাগ ও কয়েকটি জেলা স্বাভাবিক আবওয়া থাকবে।’ 

এ দিকে মধ্য আশ্বিনের উত্তপ্ত গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। গতকাল ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, বগুড়া, সীতাকুণ্ড, নীলফামারী জেলা এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৮ জেলাসহ মোট ১৯ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। এর মধ্যে নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি, ঢাকা ও ফরিদপুরে ৩৬ দশমিক ২, টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিংহ ও সীতাকুণ্ডে ৩৬, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জের নিকলি ও ঈশ্বরদীতে ৩৬ দশমিক ৫, রাজশাহী, নেত্রকোনা ও সিরাজগঞ্জের তাড়াশে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। 

উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এ দিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ৭৬-১০০ শতাংশ এলাকা ও রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের ৫১-৭৫ শতাংশ এলাকা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা