কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৬ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৭ এএম
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ফাইল ছবি
বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ নয় বরং যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে নির্বাচন করতে পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চায়।’
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। এ সময় সরকারের প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বানও জানান পিটার হাস।
তিনি বলেন, ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রত্যেককে তার কাজ সঠিকভাবে করতে দিতে হবে। প্রতিটি ঘটনা নিরপেক্ষভাবে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তারা আমার, আমার সরকারের এবং প্রত্যেকের সমালোচনা করতে পারে। শুধুমাত্র সমালোচনাই নয় একই সঙ্গে তারা উত্তরণের উপায়ও দেখাতে পারে।’
গণমাধ্যমকর্মীদের যেকোনো তথ্য প্রকাশের আগে সে বিষয়ে নিশ্চিত হয়ে নেওয়ার এবং মিথ্যা তথ্য না ছড়ানোর অনুরোধও জানান তিনি।
প্রশ্নোত্তর পর্বে রোহিঙ্গা সংকট ইস্যুতে পিটার হাস বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারে নির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে এবং বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মিয়ানমারকে অবশ্যই তাদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে নিতে হবে। তবে এটিও নিশ্চিত করতে হবে সেখানে তারা আবারও নির্যাতনের শিকার হবে না, হত্যার শিকার হবে না। সেখানে তারা সম্মানের সঙ্গে বাঁচবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে। মিয়ানমার সরকারের ওপর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করছে।’
ভারত ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখছে। বাংলাদেশ রাশিয়ার সঙ্গে যে পারমাণবিক চুক্তি করেছে এবং ভারতের সঙ্গে যেসব চুক্তি করছে- সেগুলো নিয়ে ওয়াশিংটনের কোনো সমস্যা নেই।’