× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদিল ও এলানের দণ্ডাদেশের বিরুদ্ধে অপতৎপরতায় ১৫৫ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৩ পিএম

অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন। ফাইল ছবি

অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন। ফাইল ছবি

অসত্য তথ্য প্রচারের মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় একটি সংগঠনের সম্পাদক ও পরিচালকের দণ্ডাদেশের বিরুদ্ধে বিভিন্ন মহলের অপতৎপরতায় উদ্বেগ প্রকাশ করে ১৫৫ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ১৫৫ জন বিশিষ্ট নাগরিকের পক্ষে শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আলভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের বিচার বিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার জন্য একটি বিশেষ মহলের অপচেষ্টায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে মতিঝিল, শাপলা চত্বর, পল্টন ও তার আশেপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এসব ধ্বংসযজ্ঞ চলাকালে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার সংগঠন অধিকার ১০ মে ২০১৩ তারিখে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সমাবেশ ও মানবাধিকার’ শীর্ষক একটি প্রতিবেদন তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। উক্ত প্রতিবেদনে একই ব্যক্তির নাম একাধিকবার লেখা, জীবিত ব্যক্তিকে মৃত ব্যক্তি হিসেবে উল্লেখ করা। অন্য ঘটনায় মৃত ব্যক্তিদের নাম এই তালিকায় সন্নিবেশ করাসহ কাল্পনিক ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করে ওয়েবসাইটে অতিরঞ্জিত ও অসত্য তথ্য প্রকাশ করে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারের বিরুদ্ধে জনমনে ক্ষোভ সৃষ্টির এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগ এনে একই বছর সংস্থাটির বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়। দীর্ঘ প্রায় ১০ বছর আইনি প্রক্রিয়া শেষে গত ১৪ সেপ্টেম্বর অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনকে দুই বছর কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত রায় প্রদান করেন। রায়ে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। একটি মহল আদালতের রায়ের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। আমরা মত প্রকাশের অধিকারকে সমুন্নত রাখা যেমন অপরিহার্য বলে মনে করি, তেমনি মত প্রকাশের অধিকারের অজুহাতে যেন মানবতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠী ও তাদের সাম্রাজ্যবাদী দোসররা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার সুযোগ না পায়, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি বলে মনে করি।

বিবৃতিতে আরও বলা হয়, এই রায় প্রকাশের পর বিতর্কিত, উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সুরে দেশি-বিদেশি কিছু সম্মানিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিবাদ করার বিষয়টি বিস্ময়কর। আরও উদ্বেগের বিষয় হলো- এসব ব্যক্তি ও সংগঠন বাংলাদেশের উগ্র-সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী গোষ্ঠীর জন্য উদ্বিগ্ন হলেও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যা, ৩রা নভেম্বর জেলহত্যাকাণ্ড, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় ভয়াবহ হত্যাযজ্ঞ, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার মাধ্যমে বিচারক হত্যা, সারাদেশে জেএমবি কর্তৃক ত্রাসের রাজত্ব কায়েম এবং নিরীহ মানুষ হত্যার বিষয়ে নিশ্চুপ থাকেন। এ থেকে বোঝা যায়, দেশি-বিদেশি মহল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও উগ্র জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক। সময়ে সময়ে তাদের তথাকথিত বিবেক জাগ্রত হয়। আমরা এ সকল গোষ্ঠীর অপতৎপরতা সম্পর্কে দেশের বিবেকবান নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

বিবৃতি প্রদানকারীরা হলেন-

১. ইমেরিটাস অধ্যাপক বজলুল হক খন্দকার, প্রেসিডেন্ট, এশিয়াটিক সোসাইটি ২. অধ্যাপক হারুন অর রশিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় ৩. অধ্যাপক অনুপম সেন, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ৪. শিল্পী হাশেম খান, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫. অধ্যাপক বুলবন ওসমান, সমাজবিজ্ঞানী ও লেখক ৬. শিল্পী রফিকুন নবী, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ৭. অধ্যাপক মাহফুজা খানম, সাবেক সভাপতি, এশিয়াটিক সোসাইটি ও সভাপতি, বিশ্ব শিক্ষক পরিষদ ৮. ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ৯. ডা. কামরুল হাসান খান, সাবেক সভাপতি, পেশাজীবী সমন্বয় পরিষদ ১০. ডা. প্রাণ গোপাল দত্ত, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ১১. অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ চারুশিল্পী সংসদ ১২. ডা. নুজহাত চৌধুরী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ১৩. কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪. মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক, সাবেক সাধারণ সম্পাদক, বিএফইউজে ১৫. অজয় দাশগুপ্ত, সাংবাদিক, সাবেক সাধারণ সম্পাদক, বিএফইউজে ১৬. তারিক সুজাত, সাধারণ সম্পাদক, জাতীয় কবিতা পরিষদ ১৭. অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভুঁইয়া, উপাচার্য, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৮. অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯. ড. মো. আমজাদ আলী, সাবেক প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০. ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ২১. অধ্যাপক ড. মো. নিজামূল হক ভূইয়া, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২২. অধ্যাপক ড. জিনাত হুদা, সাধারণ সম্পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২৩. অধ্যাপক ড. আব্দুল বাছির ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ২৪. অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, ডিন, বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ২৫. অধ্যাপক ড. সীমা জামান, ডিন, আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ২৬. অধ্যপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, ডিন, ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ২৭. অধ্যাপক ড. মো: জিয়া রহমান, ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ২৮. অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ডিন, সমাজ বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ২৯. অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ডিন, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩০. অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, ডিন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩১. অধ্যাপক নিসার হোসেন, ডিন, চারু কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩২. ড. সাদেকা হালিম, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৩. অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান, সাবেক উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৪. অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, প্রাধ্যক্ষ, হাজী মুহম্মদ মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৫. অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, সাবেক উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয় ৩৬. ড. আবুল মনসুর আহাম্মদ, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৭. ড. ইসতিয়াক এম সৈয়দ, অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৮. ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, অধ্যাপক, টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৯. ড. লাফিফা জামাল, অধ্যাপক, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪০. ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪১. ড. মো. আবদুর রহিম, প্রাধ্যক্ষ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪২. ড. সিকদার মনোয়ার মুর্শেদ, অধ্যাপক, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৩. অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক, ফলিত গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৪. ড. মো. রহমত উল্লাহ, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৫. ড. মো. আকরাম হোসেন, প্রাধ্যক্ষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৬. অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সাবেক প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৭. অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, সাবেক কোষাধ্যক্ষ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ৪৮. ড. ফিরোজ আহমেদ, অধ্যাপক ও চেয়ারম্যান, ফার্মেসী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৯. ড. আবু সারা শামসুর রউফ, অধ্যাপক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০. ড. মোহাম্মদ শওকত আলী, অধ্যাপক, ক্লিনিক্যাল ফার্মেসী এন্ড ফার্মাকোলজী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫১. অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, সাবেক ডিন, ফার্মেসী অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫২. অধ্যাপক ড. মাসুদুর রহমান, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৩. ড. সৈয়দ মো. শামছুদ্দিন, অধ্যাপক, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৪. ড. শাহ মো. মাসুম, প্রাধ্যক্ষ, ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৫. শেখ আফজাল হোসেন, অধ্যাপক, অংকন ও চিত্রায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৬. ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৭. ড. গোবিন্দ চক্রবর্তী, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৮. ড. মো. ফজলুর রহমান, অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৯. ড. মো: বায়তুল্লাহ কাদেরী, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৬০. ড. মোহাম্মদ বাহাউদ্দিন, অধ্যাপক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৬১. অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ৬২. অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক প্রো-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬৩. অধ্যাপক ডা. জামাল উদ্দীন চেšধুরী, সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ৬৪. অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ৬৫. অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ৬৬. অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ৬৭. ডা. ইকবাল আর্সেনাল, অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ৬৮. ডা. মামুন আল মাহতাব, অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ৬৯. ড. শহীদ ইকবাল, অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭০. ড. হাসিবুল আলম, প্রধান অধ্যাপক, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭১. ড. বিশ্বনাথ সিকদার, অধ্যাপক, অনুজীব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭২. ড. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৩. ড. মীর ইবনে ওয়াহেদ, অধ্যাপক, ফার্মেসী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৪. ড. দুলাল চন্দ্র রায়, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৫. ড. এম. আরিফুর রহমান, অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যাল ৭৬. ড. শুভ্রা রানী চন্দ, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৭. ড. প্রণব কুমার পান্ডে, অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৮. ড. শাতীল সিরাজ, অধ্যাপক, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৯. ড. ফায়েকুজ্জামান, অধ্যাপক, ইসলামের ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সাবেক উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয় ৮০. ড. বিপ্লব মল্লিক, সভাপতি, শিক্ষক সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮১. ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮২. মো. শরীফুল ইসলাম, সভাপতি, শিক্ষক সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৮৩. মো. আসাদুজ্জামান মন্ডল, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৮৪. অধ্যাপক ড. নজরুল ইসলাম, সভাপতি, শিক্ষক সমিতি, শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৮৫. অধ্যাপক ড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৮৬. অধ্যাপক ড. মো. আসলাম, সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ৮৭. অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ৮৮. অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, সভাপতি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ৮৯. অধ্যাপক ড. সাদ উদ্দিন মাহফুজ, সাধারণ সম্পাদক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ৯০. অধ্যাপক ড. ফরিদ আহমেদ, সভাপতি, শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৯১. অধ্যাপক ড. আবু সালেহ, সভাপতি, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯২. মিসেস জাকিয়া সুলতানা মুক্তা, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৩, রিয়াদ হাসান, সভাপতি, শিক্ষক সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৯৪. মিসেস জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৯৫. অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সভাপতি, শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৯৬. অধ্যাপক ড. এ কে এম মঞ্জুর মুর্শেদ, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৯৭. অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, সিদ্দিক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ৯৮. অধ্যাপক ড. আব্দুল হক, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ৯৯. অধ্যাপক ড. এস. এম. ফিরোজ, সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১০০. অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী, সাধারণ সম্পাদক, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১০১. অধ্যাপক ড. শফিকুন্নবী সামাদী, সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১০২. অধ্যাপক ড. বোরাক আলী, সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১০৩. অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ, সভাপতি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১০৪. অধ্যাপক ড. মো. মাসুদের রহমান, সাধারণ সম্পাদক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১০৬. অধ্যাপক ড. রবিউল আওয়াল, সাধারণ সম্পাদক, রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১০৭. অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, সভাপতি, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১০৮. অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, সাধারণ সম্পাদক, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১০৯. অধ্যাপক ড. মো. সৈয়দ মো. গালীব, সভাপতি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১১০. অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, সাধারণ সম্পাদক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১১১. ড. এ জেড এম রুহুল মোমেন, অধ্যাপক, ফার্মেসি বিভাগ, জগনড়বাথ বিশ্ববিদ্যালয় ১১২. ড. মো. জাকারিয়া মিয়া, অধ্যাপক, অনুজীব বিজ্ঞান বিভাগ, জগনড়বাথ বিশ্ববিদ্যালয় ১১৩. ড. মো. আশরাফ-উল-আলম, অধ্যাপক, জগনড়বাথ বিশ্ববিদ্যালয় ১১৪. ড. পরিমল বালা, অধ্যাপক, জগনড়বাথ বিশ্ববিদ্যালয় ১১৫. ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, অধ্যাপক, জগনড়বাথ বিশ্ববিদ্যালয় ১১৬. ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক, জগনড়বাথ বিশ্ববিদ্যালয় ১১৭. ড. মো. মমিন উদ্দীন, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১১৮. ড. মোস্তফা কামাল, অধ্যাপক, জগনড়বাথ বিশ্ববিদ্যালয় ১১৯. ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক, ম্যানেজমেন্ট বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১২০. ড. রাশেদুন নবী, অধ্যাপক, সাবেক ডিন, মেরিন সায়েন্স অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১২১. ড. নাছিম হাসান, অধ্যাপক ও ডিন, বিজ্ঞান অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১২২. ড. জ্ঞান রতড়ব মহাথেরো, অধ্যাপক, পালি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১২৩. ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১২৪. ড. আনোয়ার সাইদ, অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১২৫. ড. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১২৬. ড. নাজনীন নাহার ইসলাম, অধ্যাপক, অনুজীব বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১২৭. ড. জামাল উদ্দীন, অধ্যাপক, ফিন্যান্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১২৮. ড. রাহমান নাসির উদ্দীন, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১২৯. ড. হেলাল উদ্দিন, অধ্যাপক, ফালিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৩০. ড. এস. এম. মনিরুল হাসান, অধ্যাপক, সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৩২. অধ্যাপক ড. মো. মাহবুবুল হক, ডিন, কলা ও মানব বিদ্যা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৩৩. অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সাবেক প্রো-উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩৪. অধ্যাপক ড. মুহিবুল আজীজ, সাবেক ডিন, কলা ও মানব বিদ্যা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৩৫. ড. এস. এম. রফিকুল আলম, অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৩৬. ড. মো. দানেশ মিয়া, অধ্যাপক, ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৩৭. ড. এফ এম এনায়েত হোসেন, অধ্যাপক, দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৩৮. অধ্যাপক ড. মো. সেকান্দার চেšধুরী, সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৩৯. অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৪০. অধ্যাপক মো. জসীম উদ্দিন, চিত্রশিল্পী ও সাবেক পরিচালক, চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৪১. অধ্যাপক মনজুর আলম, সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৪২. অধ্যাপক এ বি এম আবু নোমান, সাবেক ডিন, আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৪৩. ড. নেয়াজ মোহাম্মদ বাহাদুর, অধ্যাপক, রসায়ন বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪৪. ড. মো. আনিসুজ্জামান, অধ্যাপক, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪৫. ড. ফিরোজ আহমেদ, অধ্যাপক, অনুজীব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪৬. ড. মোহাম্মদ সেলিম হোসেন, অধ্যাপক, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪৭. ড. মো. আতিকুর রহমান ভুইয়া, অধ্যাপক, কৃষি বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪৮. ড. সুকল্যাণ কুমার কুন্ডু, অধ্যাপক, ফার্মেসি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৪৯. ড. আলমগীর কবির, অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৫০. ড. এমরান জাহান, অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৫১. ড. মো. আমিনুল ইসলাম, অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৫২. ড. মো. খবির উদ্দিন, অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৫৩. ড. হোসেন মো. সায়েম, অধ্যাপক, ভূবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৫৪. শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫৫. অধ্যাপক ড. মেজবাহ উদ্দীন, সাধারণ সম্পাদক, চট্রগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা