প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৫ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩২ পিএম
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ফাইল ফটো
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক অত্যন্ত উষ্ণ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সম্পর্ক আরও জোরদার ও মজবুত করতে চান। একজন বন্ধু অন্য বন্ধুকে পরামর্শ দিতে পারে। আমরা তাদের অনেক পরামর্শ গ্রহণ করেছি। যদি পরামর্শটি বাস্তবসম্মত হয়, তবে আমরা অবশ্যই তা গ্রহণ করব।’
নিউইয়র্কের স্থানীয় সোমবার সময় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৈনন্দিন কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করার সময় তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি সম্পর্কে আব্দুল মোমেন বলেন, ‘যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্যই যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করেছে। এটা আমাদের জন্য ভালো। কারণ আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আমরা চাই এখানে কেউ যেন ভোট বিঘ্নিত করতে না পারে। সহিংসতা করতে না পারে। যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করছে। আমরা বিষয়টি নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছি।’
মোমেন বলেন, ‘ভোট কারচুপি হলে ইসি কোনো কেন্দ্রের ভোট বাতিলও করতে পারে। নির্বাচন কমিশনকে (নির্বাচনসংক্রান্ত) নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়া হয়েছে।’
সূত্র : বাসস