গণভবনে জনপ্রতিনিধিরা
ফয়সাল খান
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৮ পিএম
‘জাতীয় স্থানীয় সরকার দিবস’-এর অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার গণভবনে। ছবি : পিএমও
‘জাতীয় স্থানীয় সরকার দিবস’-এর অনুষ্ঠান থেকে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ‘বিশেষ বার্তা’ নিয়ে ফিরেছেন জনপ্রতিনিধিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নির্বাচনের আগে দলীয় কোন্দল নিরসন করে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি সাড়ে ১৪ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যবহুল প্রচার চালানোর বার্তাও দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে প্রথমবারের মতো আয়োজিত স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়া জনপ্রতিনিধিরা প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য জানিয়েছেন। বেশিরভাগ জনপ্রতিনিধি তাদের বক্তব্যে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন উপজেলা চেয়ারম্যান বলেন, ‘অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল জাতীয় নির্বাচনকেন্দ্রিক আলোচনা। প্রধানমন্ত্রী আমাদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন।’ দুজন পৌরসভার মেয়র ও দুজন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ঢাকার তিনজন ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা হলে তারাও একই তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে একজন জনপ্রতিনিধি নিজেদের সম্মানী ভাতা বৃদ্ধির বিষয়ে এবং একজন কাউন্সিলর নিজেদের পদমর্যাদা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তা ছাড়া বাকি সবাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন তার বক্তব্যে বলেন, ‘সব ধরনের জরিপে দেখা গেছে আগামীতে আওয়ামী লীগ ৭৩ শতাংশ ভোট পেয়ে আবার ক্ষমতায় আসবে। তাই আপনাকে (প্রধানমন্ত্রী) অগ্রিম শুভেচ্ছা জানাই। এর পাশাপাশি তিনি ঢাকার ওয়ার্ড কাউন্সিলরদের পদমর্যাদা বৃদ্ধির বিষয়টি দেখার অনুরোধ করেন।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নিলুফা ইয়াসমিন প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি দেশের সব নারীর রোল মডেল। অতীতের মতো আগামী নির্বাচনেও আমরা আপনার পক্ষে ঝাঁপিয়ে পড়ব।’
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস বলেন, ‘আপনার আমলে আমার এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘আমরা ৩২৯ পৌরসভার মেয়র ও কাউন্সিলর আপনাকে আবার ক্ষমতায় দেখতে চাই। আপনি যেখানে যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষেই কাজ করব।’ গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য বেগম শারমিন নাহার বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়তে আপনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসব।’
নরসিংদীর রায়পুরার পাড়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল বলেন, ‘কোনো ষড়যন্ত্রই আপনার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে আপনার সৈনিক হিসেবে আমরা তৃণমূলের কর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছি।’
মোরেলগঞ্জের তেলিগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
নিজেদের সম্মানী ভাতার বিষয়টি বিবেচনার দবি জানিয়ে চাঁদপুর বাগাদি ইউপির (সদর) চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, ‘আপনাকে কথা দিচ্ছি আপনার নির্দেশ পেয়ে এই গ্রাম-বাংলার সকল পর্যায়ের জনপ্রতিনিধিরা আজ গ্রামে যাবে এবং আগামী নির্বাচনে পুনরায় আপনাকে প্রধানমন্ত্রী করে ঘরে ফিরবে।’
চট্টগ্রামের নওয়াজেশপুর ইউপির চেয়ারম্যান মো. সোহরাওয়ার্দী বলেন, ‘আজ গ্রাম-শহরের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনার কারণে গ্রামের মানুষ অত্যন্ত সুখেশান্তিতে বসবাস করছে। আমরা গ্রামীণ জনপদের জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ আছি। গ্রামের সাধারণ মানুষদের নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে নির্বাচিত করে আপনাকে আমরা পুনরায় প্রধানমন্ত্রী করব।’