২০ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ০০:৪৮ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:০০ এএম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন। আসামির বিরুদ্ধে দুদক আইন-২০০৪-এর ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদক জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
এজাহারে বলা হয়েছে— আসামির নামে ১১৯টি জমির মালিকানা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি ২০ কোটি ১২ লাখ টাকার সম্পদের বিপরীতে তিনি বৈধ আয়ের উৎস দেখাতে পারেননি; যা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।