প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৪ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৪ পিএম
মফিজুর রহমান। প্রবা ফটো
অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং তৎকালীন পাকিস্তান রেডিও ও টেলিভিশনের প্রথম বাঙালি ডিজি মফিজুর রহমান সিএসপি’র জানাজার নামাজ আগামীকাল শুক্রবার বাদ জুম্মা রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আগামী শনিবার রাজধানীর গুলশানের মরহুমের বাসভবনে, লেকব্রিজ, রোড-১০৪, গুলশান-২ বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
গত শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর গুলশানের তার বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
মরহুমের জানাজার নামাজে ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য পরিবারের সদস্যদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।