× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে প্রতিমন্ত্রী

চার বিদ্যুৎ কোম্পানির লোকসান ১১ হাজার ৬১৪ কোটি টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩২ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪১ পিএম

চার বিদ্যুৎ কোম্পানির লোকসান ১১ হাজার ৬১৪ কোটি টাকা

২০২২-২০২৩ অর্থ বছরে দেশের চার বিদ্যুৎ কোম্পানির মোট লোকসানের পরিমাণ ১১ হাজার ৬১৪ কোটি ৬৯ লাখ টাকা। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংসদ সদস্য হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিষ্ঠানগুলো হলো-বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি।

প্রতিমন্ত্রীর জানান, ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর পরবর্তি লোকসান ৮ হাজার ৭৭৮ দশমিক ৪৬ কোটি টাকা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোকসান ২ হাজার ৫৬৩ কোটি টাকা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের লোকসান ২২৬ কোটি ৬৯ লাখ টাকা এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির লোকসান ৪৬ কোটি ৫৪ লাখ টাকা। সব মিলিয়ে লোকসানের পরিমাণ ১১ হাজার ৬১৪ কোটি ৬৯ লাখ টাকা।

লোকসানের কারণ সম্পর্কে যা বললেন মন্ত্রী 

নসরুল হামিদ বলেন, ২০২২-২৩ অর্থ বছরে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুৎ সরবরাহ ব্যয় হয়েছে ১১.০৯ টাকা। আর বিক্রি করা হয়েছে ৫.৭৫ টাকা। এতে প্রতি ইউনিটে ৫.৩৪ টাকা লোকসান হয়েছে। 

এ ছাড়া ২০২৩ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৫.০২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা নির্ধারণ করায় প্রতি মাসে প্রায় ৮৫০ কোটি টাকা থেকে ৯০০ কোটি টাকা ব্যয় বেড়েছে। সেকারণে বিদ্যুৎ খাতে লোকসানের পরিমাণ বেড়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা