প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৮ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো
শ্রীকৃষ্ণ
পৃথিবীতে আবির্ভূত হয়ে সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করেন বলে মন্তব্য করেছেন বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জন্মাষ্টমী
উপলক্ষে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হিন্দু সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানাতে
গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তিনি
বলেন, হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী অন্যতম
প্রধান ধর্মীয় উৎসব। সকল ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসবের মূলবাণী মানুষে মানুষে সম্প্রীতি,
সৌহার্দ্য ও শুভেচ্ছাবোধ। সকল কালে সকল যুগে বিভিন্ন ধর্মের প্রবক্তাগণ মানুষকে অসত্য
ও অন্যায় থেকে দূরে থাকতে উপদেশ দিয়েছেন। সকল প্রতিকুলতা উপেক্ষা করে তাঁরা সত্য
ও ন্যায়ের বাণী মানুষকে শুনিয়েছেন। শ্রীকৃষ্ণও একই উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আবির্ভূত
হয়ে সমাজে বিরাজমান অন্যায়কে পরাস্ত করে শান্তি ও কল্যাণ স্থাপন করেন।
তিনি
বলেন, ‘বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ধর্মীয়
সম্প্রীতির দেশ হিসেবে সকল ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশ্বাসী।
আমরা সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাসী। হিংসা, বিদ্বেষ, অশান্তি, হানাহানি, বৈষম্য
ও অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে আমাদের সবাইকে
অবদান রাখতে হবে।’
তিনি
জন্মাষ্টমীর শুভক্ষণে সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।