প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৬ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪২ পিএম
অবশেষে একনেকে উঠছে বহুল আলোচিত-সমালোচিত চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প। বারবার সংশোধন এবং যাচাই-বাছাই শেষে জাতীয় অনুমোদনের জন্য প্রকল্পটি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি উপস্থাপন করা হবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভায় বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের নতুন ও সংশোধিত মিলে আরও ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনের জন্য চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য নেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ‘চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন’ শীর্ষক প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৭০ কোটি ৭৩ লাখ টাকা। যার মেয়াদ তিন বছর। বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছরে শুরু হয়ে ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, স্বাস্থ্যসেবার জন্য চাঁদপুরবাসী নোয়াখালী ও কুমিল্লা জেলার বিশেষায়িত (টারশিয়ারি) হাসপাতালের ওপর বহুলাংশে নির্ভরশীল। অন্যান্য জেলার তুলনায় চাঁদপুরে নবজাতক, শিশুমৃত্যু, মাতৃমৃত্যু ও শারীরিক প্রতিবন্ধীর হার বেশি। চাঁদপুর জেলায় সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজন বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা। এ কারণে এ জেলায় স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সালে চাঁদপুরে অনুষ্ঠিত এক জনসভায় প্রধানমন্ত্রী একটি বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন। সেই প্রেক্ষিতে প্রকল্পটি নেওয়া হয়েছে।
চার বছর আগে সদর হাসপাতালকে অস্থায়ী ক্যাম্পাস বানিয়ে চাঁদপুর মেডিকেল কলেজের যাত্রা শুরু হলেও স্থায়ী ক্যাম্পাস তৈরির কার্যক্রম এখনও শুরু হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত প্রকল্প প্রস্তাবে অনিয়ম, অত্যধিক ব্যয় প্রস্তাবসহ বেশকিছু ভুলত্রুটি থাকায় কয়েকবার সংশোধন করা হয়। বারবার সংশোধনী দেওয়ার পরও ভুলত্রুটি থাকায় আলোচ্য প্রকল্পে তিন দফায় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ২০১৯ সালে দুই বছর মেয়াদে বাস্তবায়নের জন্য ১ হাজার ২৫১ কোটি টাকা ব্যয় ধরে প্রস্তাব করা হয়। প্রস্তাব পাওয়ার পর আলোচ্য প্রকল্পের ওপর ২০১৯ সালের এপ্রিলে প্রথম পিইসি সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু সংশোধনী দিয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) সংশোধন করতে বলা হয়। তবে পুনর্গঠিত ডিপিপিতেও বেশ কিছু ভুলত্রুটি ধরা পড়ায় ২০২০ সালে পুনরায় দ্বিতীয় পিইসি সভা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পিইসি সভার সিদ্ধান্ত অনুসারে ২০২১ সালের অক্টোবরে পুনর্গঠিত ডিপিপিতে ১ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে ৪ বছর মেয়াদে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়। সেখানেও সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন না থাকায় সম্ভাব্যতা যাচাই করে আবারও পুনর্গঠিত ডিপিপি পাঠাতে বলা হলে আরও প্রায় এক বছর পর পুনর্গঠিত ডিপিপি পাওয়া যায়। পুনর্গঠিত ডিপিপিতে বেশ কিছু নতুন খাত যুক্ত হওয়ায় ২০২১ সালের নভেম্বরে আলোচ্য প্রকল্পের ওপর তৃতীয় পিইসি সভা অনুষ্ঠিত হয়। তৃতীয় পিইসি সভার কার্যবিবরণী জারির প্রায় দেড় বছর পর পুনর্গঠিত ডিপিপি পাঠানো হলে ১ হাজার ৩৭০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।
প্রকল্পের উদ্দেশ্য চাঁদপুর জেলা ও তৎসংলগ্ন এলাকার ২৬ লাখ জনসাধারণের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের অবকাঠামো নির্মাণ, মেডিকেল শিক্ষা ও নার্সিং শিক্ষাকে সম্প্রসারণ করে দক্ষ ও মানসম্মত চিকিৎসক ও নার্স তৈরি এবং প্রস্তাবিত চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপনের মাধ্যমে প্রতিবছর মানসম্মত ৫০ জন চিকিৎসক ও ১০০ জন নার্স তৈরি করা।
একনেকে চাঁদপুর মেডিকেল কলেজ স্থাপন ছাড়াও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) স্থাপন এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের আধুনিকায়ন ও সম্প্রসারণ (প্রথম সংশোধিত) প্রকল্প দুটি উপস্থাপন করা হবে।
এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত), বিআরটিসির জন্য সিএনজি একতলা এসি বাস সংগ্রহ, স্থানীয় সরকার বিভাগের উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প (প্রথম সংশোধিত), বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র (এমডিএসপি) (তৃতীয় সংশোধিত), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাধীন গড়াই নদের ওপর সেতু নির্মাণ প্রকল্প।
কৃষি মন্ত্রণালয়ের চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন এবং বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন), রেলপথ মন্ত্রণালয়ের ধীরাশ্রম আইসিডি নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণসহ পুবাইল-ধীরাশ্রম রেল লিংক নির্মাণ।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে আগত দর্শনার্থীদের সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য জমি অধিগ্রহণ। পানিসম্পদ মন্ত্রণালয়ের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা।
বিদ্যুৎ বিভাগের সোনাগাজী ৫০ মেগাওয়াট (সংশোধিত ৭৫ মেগাওয়াট) সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধিত), ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্যায় (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রজেক্ট) (চতুর্থ সংশোধিত), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইম্প্রুভমেন্ট অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন দ্যা চট্টগ্রাম হিল ট্রাক্টস (সিআরএলআইডব্লিউ-সিএইচটি) সেক্টর প্রজেক্ট। এ ছাড়া একনেককে অবহিতকরণের জন্য সাতটি এবং দুটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানা গেছে।