প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০০:১৩ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪০ এএম
ছবি : সংগৃহীত
ইরাক, সৌদি আরব, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তানের দূতাবাসের পাঁচ কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফাহমিদা সুলতানা, ইরাকে বাংলাদেশ দূতাবাসে শ্রম কাউন্সেলর আমির আবদুল্লাহ মোহা. মঞ্জুরুল করিম, সৌদি আরবের জেদ্দা শহরের বাংলাদেশ হজ অফিসে হজ কাউন্সেলর মো. জহিরুল ইসলাম, ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর মো. মিজানুর রহমান, দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর ড. মো. মিজানুর রহমান ও উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো. নাজমুল আলম।