× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে পাটমন্ত্রী

চাহিদার তুলনায় চার লাখ টন সুতার ঘাটতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৯ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৯ পিএম

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ফাইল ছবি

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ফাইল ছবি

দেশে চাহিদার তুলনায় চার লাখ টন সুতার ঘাটতি রয়েছে জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ঘাটতি মেটাতে এই পরিমাণ সুতা আমদানি করা হয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল পৌনে ৫টায় অধিবেশন শুরু হয়।

গোলাম দস্তগীর গাজী বলেন, ’বর্তমানে দেশের স্থানীয় বাজারে বার্ষিক বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় ৭ বিলিয়ন মিটার। দেশের বাজারে বস্ত্রের চাহিদার ঘাটতি নেই। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ওভেন ও ডেনিম বস্ত্রের চাহিদা প্রায় ৮ বিলিয়ন মিটার। তার মধ্যে প্রায় ৪ বিলিয়ন মিটার দেশে উৎপাদিত হয় এবং প্রায় ৪ বিলিয়ন মিটার আমদানি করা হয়। তবে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নিট সুতার চাহিদা প্রায় ১৬ লাখ মেট্রিক টনের মধ্যে প্রায় ১২ লাখ মেট্রিক টন সুতা দেশে উৎপাদন হয় এবং প্রায় ৪ লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে, যা আমদানি করা হয়।’

বস্ত্রমন্ত্রী বলেন, ’বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর পোশাক কর্তৃপক্ষ হিসেবে বস্ত্রশিল্পের নিবন্ধন প্রদান করেছে। পোশাক কর্তৃপক্ষ কর্তৃক সেবা সহজীকরণের ফলে শিল্প উদ্যোক্তারা দেশে নতুন নতুন বস্ত্র ও সুতা উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করছে। ফলে তৈরি পোশাক রপ্তানির জন্য ওভেন ও ডেনিম বস্ত্রের ঘাটতি ক্রমান্বয়ে কমে আসবে।’

সংসদ সদস্য হাজী সেলিমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ’বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন (বিটিএমসি) শুধু রাষ্ট্রীয় মালিকানাধীন বস্ত্রকলগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে থাকে। বিএমটিসির নিয়ন্ত্রণে বর্তমানে ২৫টি বস্ত্রকল রয়েছে। এর মধ্যে দুটি ভাড়া পদ্ধতিতে চালু রয়েছে এবং অবশিষ্ট ২৩টি বন্ধ রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা