× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুরোগী প্রতি সরকারের গড় ব্যয় ৫০ হাজার টাকা : স্বাস্থ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২২:৩৪ পিএম

গোলটেবিল আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফোকাস বাংলা ফটো

গোলটেবিল আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফোকাস বাংলা ফটো

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। আক্রান্তের তালিকা দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। সরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের পেছনে গড়ে সরকারের ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা।

রবিবার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক গোলটেবিল আলোচনায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার করোনার মতো ডেঙ্গু চিকিৎসাও বিনামূল্যে দিচ্ছে। চলতি বছর ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ইতোমধ্যে সরকারের ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে সেবা নেওয়া মোট রোগীর ৭০ শতাংশই সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রোগী প্রতি সরকারের গড় ব্যয় ৫০ হাজার টাকা।’

ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিসংখ্যান তুলে ধরে জাহিদ মালেক বলেন, ‘সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ১৮৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ তিন হাজার ৪১১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আট হাজার ২৩৬। এখন পর্যন্ত মারা গেছেন ৫৩৭ জন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত অর্ধেক রোগী ঢাকা সিটি করপোরেশনের। বাকি অর্ধেক সারা দেশে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারলে অর্ধেক রোগী কমে যাবে।’

মশা নিধনে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ, কলকারখানায় নিয়মিত স্প্রে করা প্রয়োজন। একই সঙ্গে ব্যবহৃত ওষুধগুলো কতটা কার্যকর তা নিয়মিত পরীক্ষা করতে হবে। কারণ, মশাগুলো একটি সময়ের পর ওষুধ প্রতিরোধী হয়ে যায়। তাই এ নিয়ে নিয়মিত গবেষণা করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা