প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২১:৪৩ পিএম
প্রবা ফাইল ফটো
পাকিস্তানসহ আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এসব দেশ থেকে ২১ হাজার ৫৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা যাবে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সম্প্রতি ভারতে এই নিত্য পণ্যটির ৪০ শতাংশ রপ্তানি শুল্ক করেছে। এতে প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। ১৯ আগস্ট ভারত শুল্ক আরোপের পর পেঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ২৫ টাকা পর্যন্ত।
বৃহস্পতিবার কাওরান বাজার ও মহাখালী কাঁচাবাজারে ভারতীয় পেঁয়াজ ৬৫-৭৫ টাকা ও দেশি পেঁয়াজ ৮৫-৯০ টাকায় বিক্রি হতে দেখা যায়। দাম বেড়ে যাওয়ায় এ প্রেক্ষিতে ভারত ছাড়াও ৯ দেশ থেকে পণ্যটি আমদানি করতে অনুমতি দিল সরকার।
কৃষি মন্ত্রণালয় জানায়, চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিশর থেকে ৩ হাজার ৯১০টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, কাতার থেকে ১ হাজার ১০০ টন, তুরস্ক থেকে ২ হাজার ১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
এ পর্যন্ত ১৩ লাখ ৭৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে কৃষি মন্ত্রণালয় বলছে, এর বিপরীতে বৃহস্পতিবার পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজার টন পেঁয়াজ দেশে এসেছে।