× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানসহ ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২১:৪৩ পিএম

প্রবা ফাইল ফটো

প্রবা ফাইল ফটো

পাকিস্তানসহ আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এসব দেশ থেকে ২১ হাজার ৫৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা যাবে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সম্প্রতি ভারতে এই নিত্য পণ্যটির ৪০ শতাংশ রপ্তানি শুল্ক করেছে। এতে প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। ১৯ আগস্ট ভারত শুল্ক আরোপের পর পেঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ২৫ টাকা পর্যন্ত।

বৃহস্পতিবার কাওরান বাজার ও মহাখালী কাঁচাবাজারে ভারতীয় পেঁয়াজ ৬৫-৭৫ টাকা ও দেশি পেঁয়াজ ৮৫-৯০ টাকায় বিক্রি হতে দেখা যায়। দাম বেড়ে যাওয়ায় এ প্রেক্ষিতে ভারত ছাড়াও ৯ দেশ থেকে পণ্যটি আমদানি করতে অনুমতি দিল সরকার।

কৃষি মন্ত্রণালয় জানায়, চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিশর থেকে ৩ হাজার ৯১০টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, কাতার থেকে ১ হাজার ১০০ টন, তুরস্ক থেকে ২ হাজার ১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এ পর্যন্ত ১৩ লাখ ৭৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে কৃষি মন্ত্রণালয় বলছে, এর বিপরীতে বৃহস্পতিবার পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজার টন পেঁয়াজ দেশে এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা