প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৯:১৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৯:৪৯ পিএম
সুইডেনের স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে বৃহস্পতিবার ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন শেষে এক সভায় কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সংগৃহীত ফটো
ই-পাসপোর্ট সেবা চালু করা ডিজিটাল বাংলাদেশের ফসল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এবার ই-ভিসা কার্যক্রম চালু করা হবে। শিগগিরই প্রধানমন্ত্রীর নির্দেশে তা বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সুইডেনের স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন শেষে এক সভায় তিনি এসব কথা বলেন। ৩২তম বৈদেশিক মিশন হিসেবে স্টকহোমে এই কার্যক্রম চালু করা হলো।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দক্ষিণ এশিয়ায় প্রথম ই-পাসপোর্ট কার্যক্রম চালু করেছে বাংলাদেশ। এটি জনগণের জন্য মুজিববর্ষের উপহার। এই সেবা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ফসল।’
তিনি বলেন, ‘বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হয়েছে; যা দক্ষিণ এশিয়ায় প্রথম, এমনকি উন্নত বিশ্বের কিছু দেশে এটি স্থাপিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা শিগগিরই ই- ভিসা কার্যক্রমও শুরু করতে পারব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রবাসীরা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখেন। তারা বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধি। প্রবাসীদের যথাসময়ে সময়োপযোগী সেবা দিতে সরকার সব সময় সচেষ্ট। তারই ধারাবাহিকতায় বিদেশে মিশনগুলোতে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশের ৬৪ জেলায় ৭২টি অফিস থেকে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে। ৩২তম মিশন হিসেবে সুইডেনে এই সেবা চালু হয়েছে। এ পর্যন্ত ৯৮ লাখ ৩২ হাজার ই-পাসপোর্ট দেওয়া হয়েছে। শিগগিরই বিভিন্ন দেশের ৮০টি মিশনে এর কার্যকারিতা শুরু হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহ্দী হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ সাহানারা খাতুন ও প্রবাসী বাংলাদেশিরা।