প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৯:০৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৯:০৯ পিএম
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ফটো
বঙ্গবন্ধু হত্যার বিচার হলেও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত কুশীলবদের চিহ্নিত করা হয়নি জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তাদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, এটি অনুমোদনের জন্য দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। অনুমোদনের পর উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ সম্পর্কে জানতে পারে।
রবিবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘আগস্ট ট্র্যাজেডি জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘নো মাইনরিটি’ দর্শন নিয়ে পথচলা সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহম্মদ আলী সিকদার (অব.), সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডা. উত্তম বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, মিডিয়া ব্যক্তিত্ব আফিজুর রহমান ও জাতীয় গ্রন্থাগারের পরিচালক মিনার মনসুর।
আনিসুল হক বলেন, বাংলাদেশকে ব্যর্থ করার ষড়যন্ত্র ও বঙ্গবন্ধুকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র এখনও চলছে। পঁচাত্তরের হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের শনাক্তে অত্যন্ত ক্ষমতাসম্পন্ন উচ্চপর্যায়ের কমিশন গঠনের আইন প্রস্তুত, ড্রাফট প্রস্তুত। এটি জনগণের কাছে দলিল হিসেবে রেখে যাব।
তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ কারণে ক্ষমতা থাকাকালে বিচারের উদ্যোগ নেননি তিনি। বরং ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে হত্যাকারীদের বিচার বন্ধ করেছেন। বিশ্বে এরকম আইন বিরল। ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে। ২১ আগস্ট হামলার পর খালেদা বললেন, গ্রেনেড হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে বেরিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় ২১ বছর বিলম্বের কারণে সব খুনিকে এনে ফাঁসি দেওয়া কষ্টের কাজ। এমন ন্যক্কারজনক হত্যার পরও বিনা কারণে সাত জন বিচারপতি মামলা শুনতে বিব্রতবোধ করেছিলেন।
তিনি আরও বলেন, মওদুদ আহমদ আইনমন্ত্রী থাকার সময় বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি শুরু করতে দুজন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করতে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু করেননি। এখন বিএনপির কার্যক্রম বিশ্লেষণ করে বাংলাদেশের মানুষ যদি বিচারক হয়, বঙ্গবন্ধু হত্যার অ্যাভিডেন্সে দেখা যাবে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
আইনমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় দুজন নোবেল শান্তি বিজয়ী আছেন তারা নিজ দেশ বাংলাদেশ ও মিয়ানমারের মানবাধিকার নিয়ে কখনো কথা বলেন না। আন্তর্জাতিক আদালতে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচারের দাবি প্রতিষ্ঠিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে আপোষকামীতার ঘৃণ্য চক্রান্ত আজও দৃশ্যমান। তিনি সবাইকে সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বলেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করার মধ্য দিয়েই তা সম্ভব।